আমাদের কথা খুঁজে নিন

   

আমার শিশুর পাখা রবে চারখানা

রাকিবুল হক ইবন

আমার শিশুর পাখা রবে চারখানা আমার শিশুর পাখা রবে চারখানা__ জানে যেন সন্ধ্যা, স্বপ্ন থেকে খুঁজে আনা সমুদ্রের চেয়ে দীর্ঘন্থায়ী এই ডানা আমার শিশুর শস্যভরা কোলে শুয়ে পড়া মৃত্তিকা ও নদী : সিগ্রেটের চেয়েও ক্ষণস্থায়ী এই পৃথিবীতে, নবীর হাতের মতো কাঁপছে আমন ধান ও কিছু স্মিৃতির পোকা, নব্য সকালে কে কোথায় বন্ধরা? __আমার আর রবে না ডানা তুমি তো জানো-না, আসন্ন কোনো শক্তির জন্য আমার এ দরজা মেলে দেওয়া আমার শিশুর রবে পাখা__ষোলোখানা কিন্তু হে তাতে তো হবে-না? বনের জ্বলন্ত একটি ধানের ফুরিয়ে যাওয়া দীপালির সঙ্গে আগুন অনুসরণে-সরণে আমার সেই শিশুর শিরচ্ছেদ হবে কবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.