আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক মত কাজ করছে না বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ‘বাণিজ্যের স্বাধীনতা: টেলিকমিউনিকেশন শিল্প উন্নয়নের করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমাদের দেশে খুব কম দামে টেলিকম সার্ভিস পাওয়া যায়। কিন্তু টেলিকম ব্যবসায়ীরা উচ্চ কর ধার্য করায় গ্রাহকরা জর্জরিত। করের হার কমানো গেলে টেলিকম ব্যসায়ীরা আরও উন্নত সেবা দিতে পারবে।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় কথা বলার মাঝে লাইন কেটে যায়। ফলে গ্রাহকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নেটওয়ার্কের মান নির্ণয়ে বিটিআরসির যন্ত্রপাতি থাকলেও তা ঠিক মতো কাজ করে না।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পিকেএসএফের চেয়ারম্যান ড. খলিকুজ্জামান, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাইকেল ক্যুনার প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।