আমাদের কথা খুঁজে নিন

   

১৫ প্রশ্নের উত্তরে সাত কোটি রুপি!

তথ্য জানলেই কোটিপতি! তাও এক, দুই বা তিন কোটি নয়, এক ধাক্কায় সাত কোটি! হ্যা, অমিতাভ বচ্চন সঞ্চালিত ‌'কৌন বনেগা ক্রোড়পতি'র (কেবিসি)সপ্তম সংস্করণের সব কটি প্রশ্নের উত্তর দিতে পারলে এবার মিলবে সাত কোটি রুপি। এমন কথাই এবার জানিয়েছেন উদ্যোক্তারা। আগামি ৬ সেপ্টেম্বর থেকে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে শুরু হতে চলেছে কেবিসি-সেভেন।

ব্যাপারটি এরই মধ্যে সবজান্তাদের স্বপ্নের সাগরে ভাসাতে শুরু করেছে। তবে কম জানাদেরও হতাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

বরাবরের মতো এবারও বিপদ দেখলে কম টাকা নিয়ে অনুষ্ঠানের মাঝখান থেকে কেটে পড়ার সুযোগটি থাকছে। নতুন ফরম্যাটের কেবিসিতে-শেষ চারটে প্রশ্নে থাকছে চারটে ধাপ। এক কোটি, তিন কোটি, পাঁচ কোটি আর সব শেষে সাত কোটি। আর সাত কোটি রুপি লুফে নিতে দিতে হবে ১৫টি প্রশ্নের সঠিক উত্তর।

চ্যানেল কর্তৃপক্ষের দাবি এবার একেবারে ভিন্ন মোড়কে আনা হচ্ছে এই অনুষ্ঠান।

ঢেলে সাজানো হচ্ছে স্টুডিওটিও। গুরগাঁওয়ের ফিল্ম স্টুডিও ছেড়ে অমিতাভের কোটিপতির আসর বসছে এ বার আন্ধেরীতে যশ চোপড়ার চোখ ঝলকানো স্টুডিওতে। এবারকার থিম 'শিখনা বন্ধ তো জিনা বন্ধ'। মানে 'শেখার শেষ মানে বাঁচার শেষ'।

অনুষ্ঠান পদ্ধতিতেও এবার বেশকিছু পরিবর্তন এনেছেন আয়োজকরা।

ফাস্টটেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডের পরিবর্তে আসছে বেস্ট আউট অফ থ্রি`রাউন্ড। চারটের পরিবর্তে এ বার কেবিসি তে থাকছে পাঁচটি লাইফ লাইন। অডিয়েন্স পোল, ফোন আ ফ্রেন্ডের সঙ্গে থাকছে আরও তিনটি লাইফলাইন। ফ্লিপ দ্য কোয়েশ্চেন রাউন্ডের বদলে আসছে আস্ক দ্য ইস্কপার্ট রাউন্ড। '৫০:৫০' রাউন্ডের বদলে থাকছে ডাবল ডিপ।

আর এবার লাইফলাইন রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'পাওয়ার পাপলু'।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।