আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টওয়াচ ল্যাব এখন গুগলের

অ্যান্ড্রয়েডভিত্তিক প্রথম পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য নির্মাতা উব্লিউআইএমএম ২০১১ সালে ‘ডব্লিউএমএম ওয়ান’ নামে প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে। সম্পূর্ণ টাচস্ক্রিনের ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ ঘড়িটি ব্যবহারকারীর অঙ্গভঙ্গিও শনাক্ত করতে পারত।
২০১২ সালে থেমে যায় প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচ তৈরি ও বিক্রয় কার্যক্রম। তখন থেকে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার প্রস্তুতি নেয় গুগল। এবার প্রতিষ্ঠানটির অবকাঠামো ব্যবহার করে পুরোদমে স্মার্টওয়াচ তৈরিতে কাজ করবে গুগল।
গুগল স্মার্টওয়াচ প্রযুক্তি নিয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল উন্নত প্রযুক্তির স্মার্টওয়াচ তৈরি করছে। যেটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যাবে।
সংবাদমাধ্যম সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল গ্লাসের আগেই স্মার্টওয়াচ আনতে পারে গুগল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.