আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের দেখে দেখে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

তোমাদের দেখে দেখে ______________ এসো সন্ধি করি বিচ্ছেদ নয় অহমিকায় দেশ ও ভাষার স্বার্থে হোক মেলবন্ধন- প্রতিঅংশ ছত্রাকের দেহে চাপ চাপ রক্তরং শূন্যের ক্ষরণ, হবে কি আলোকিত ভুবন ? কি লিখি বলো এই বিদীর্ণ মনছায়া তলে আঘাতে আঘাতে যা কিনা রক্তাক্ত হয় বারবার- এত বিদ্বেষ নিয়ে কি বাঁচা যায় ! পার কি একটু শান্তিতে নিদ্রাযেতে ! হোক সে উত্তপ্ত অনলে অথবা তুষারের নীচে ! এতদিনে তুষার ও বুঝে গেছে তোমাদের ভাষা ঘৃণা নয় বরং শুভ্রতা থেকে কিছু ভালোবাসা শিখে নাও অতঃপর আমাদের পাঠিয়ে দাও- আমরা তোমাদের দেখে দেখে ভালো কিছু শিখে নিই।। _______________________ ______বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.