আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনাকে চারবার হত্যার চেষ্টা : রাখে আল্লাহ মারে কে!

zahidmedia@gmail.com

‘রাখে আল্লাহ মারে কে’- কথাটি খুব খাটে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। পনের আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা নিহত হলেও শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সে যাত্রা প্রাণে বেঁচে যান। তারপর অন্তত চারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা একবারও সফল হতে পারেনি। কোন না কোনভাবে বেঁচে গেছেন তিনি।

শেখ হাসিনা নিজেও সে কথা মনে রাখেন সব সময়ই। বার বার ১৫ আগস্টের দুর্বিসহ স্মৃতি মনে করে ভারাক্রান্ত হৃদয়ে বলেন, ‘আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ’ সত্যিই তো আল্লা বাঁচিয়ে না রাখলে কারও ক্ষমতা নেই তাকে রক্ষা করার! ২০০৪ সালের ২১ আগস্টের বিকেল। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হাজার হাজার মানুষ। খোলা ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

তাঁর বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হবে সন্ত্রাস বিরোধী শোভাযাত্রা। ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা ২২ মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তৃতা শেষ করে শেখ হাসিনা হাতের একটি কাগজ ভাঁজ করতে করতে এগোচ্ছেন মঞ্চের সিঁড়ির দিকে। মুহূর্তেই বিকট শব্দে বিস্কোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড। বঙ্গবন্ধু এভিনিউ মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে।

এ হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই হরকাতুল জিহাদ আল ইসলামী হুজি এ হামলা চালায়। বিস্তারিত ফোকাস বাংলা নিউজে- http://www.focusbangla.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।