আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা চরম “কাভার্ড সং”



* * * একটা বিখ্যাত গানের যখন “কাভার” করে নতুন প্রজন্মের বিখ্যাত আর্টিস্ট রা,স্বভাবতই তার প্রতি বিশেষ আকর্ষন কাজ করে সবার ভেতর। আর প্রথম ভার্সন টা যদি একটূ স্লো টাইপ হয়,আর পরবর্তী টা যদি রক-মেটাল ধাচের হয় তাহলে তো কথাই নেই(কাভারিং টাও ভালো হতে হবে ) প্রথমে যে গানটার কথা বলব তার নাম “ফাইনাল কাউন্টডাউন”,গেয়েছে সুইডিশ হার্ড রক ব্যান্ড‘ইউরোপ’।গানটী ২৫ টি দেশে টপচার্ট এ ১ নাম্বারে থেকেছে! এ গানটি অনেকেই কাভার করেছে!যেমন ‘লন্ডন সিম্ফনী অরকেস্ট্রা’, ডাচ মেটাল ব্যান্ড ‘আফটার ফরেভার’ প্রমুখ।তবে ফিনিশ হেভি মেটাল ব্যান্ড ‘চিল্ড্রেন অফ বডম” যা করেছে তা অসাধারন,বিশেষ করে গিটার এর অংশ টূকুন। গান টি নামান এখানে থেকে দুই নাম্বার গানটা হল বিখ্যাত গায়ক জর্জ মাইকেল এর গাওয়া সুবিখ্যাত গান “কেয়ারলিস হুইস্পার”। এ গানটি কাভার করেছে সাউথ আফ্রিকার রক ব্যান্ড ‘সিদার’,আমার মতে কাভারিং টা যথেস্ট ভালো হয়েছে,ভোকাল টাও বেশ মানিয়ে গেছে। গান টি নামান এখানে থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।