আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তোমার জন্য প্রিয়তমা

সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল

তোমাকে নিয়ে আমার কিছু এলোমেলো ভাবনা আজ তেমাকে জানাতে চাই। আজো মনে আছে সেই প্রথম দেখা। দুরন্ত যৌবনের শুরুতে ঘোর লাগা চোখে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন কেমন যেন চমকে গিয়েছিলাম, থমকে চেয়ে থেকেছিলাম কিছুক্ষণ। তারপর আর কি, মনের আয়নায় তোমার ছবি একে প্রতিক্ষণ তাকিয়ে থাকা। এরপর বহমান সময়ের হাত ধরে বৃষ্টিতে ভিজে অভিসার বা রাত জেগে তোমায় ভেবে সকালের সূর্য্যকে স্বাগত জানানো।

এভাবে গড়িয়েছে সময়। কালের হাতছানিতে জীবন ডায়রীর পাতায় পাতায় কখন যে ভালবাসার নীল কালিতে লিখে ফেলেছি প্রেমের অগনিত কবিতা তা বুঝিনি। কখন যে মনের গহীনে অতি গোপনে একটি কলি ফুল হয়ে ফুটে ছড়াতে শুরু করেছে সৌরভ জানিনি। আমি কেবল সব ভুলে তোমাকে দেখেছি আর তোমাকেই ভেবেছি। যখন বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালবেসে ফেলেছি, তখন অবাক হয়েছি এই ভেবে যে, তুমি কেমন করে ভালবাসা শেখালে এ কঠিন আমায়? কি করে তুমি মরুর বুকে জাগালে একটি উত্তাল সাগর? কি করে তুমি আমাকে আমার থেকেও এতোবেশি বাসলে ভাল যে, শুকনো বালুর বুকে জাগলো মরুদ্দ্যান, ফুটলো হাজারো ফুল, আসলো প্রজাপতি, রংয়ে রংয়ে বর্ণীল হলো জীবন? যে আমি নিজেই জানিনি আমার আমিকে, সে আমাকে তুমি কি করে আমার চেয়েও বেশি জানলে? আমি অবাক হই যখন দেখি আমার ভাললাগা-নালাগা তুমি আমার আগেই বুঝে ফেলো।

কি রং, কি ফুল আমি পছন্দ করি তা আমি তোমাকে বলিনি কখনো কারন, কারন আমি নিজেই জানি না কি আমার প্রিয়। কি খেতে ভালবাসি, কি পরলে আমাকে ভাল লাগবে এটা নিয়ে ভাববার সুযোগ হয়নি কখনো। তুমি কি করে খুঁজে খুঁজে বুঝে নিলে আমার প্রিয় রং, ফুল, খাবার বা প্রিয় পোশাক? আমার থেকেও কি করে তুমি আমাকে বেশি জানলে? আমিওতো ভালবাসি তোমায়, মন উজাড় করে ভালবাসি, আমিতো আমার জীবনের প্রতিটি মূহুর্তের বিনিময়ে তোমাকে ভালবেসে কাছে পেতে চাই; কিন্তু কই আমিতো তোমার মতো করে তোমাকে চিনতে পারিনা। আমিতো তোমাকে প্রিয় কবিতার মতো মুখস্ত করতে পারিনা। আমিতো তোমার হৃদয় গহীনে, অনুভূতির পত্র-পল্লবে ডুবে খুঁজে পাইনা কোন রং বা স্পন্দন? আমিতো তোমার মুক্ত দীঘির অতল জলে ডুবেছি সারা দিনমান; কই সেখানেতা কোন শ্যাওলা জমা ছাঁয়ার বুকে দেখিনি কোন আলড়ন।

তবে কি আমার ভালবাসা দূর্বল? না কি তোমার ভালবাসার গভীরতা অসীম? নাকি তুমি কোন দেবী, যে মানবী হয়ে আছো আমার পাশে, আগলে রেখেছো আমায় সারাক্ষণ? আমি জানি না তোমাকে ভালবাসবো নাকি মনের বেদীতে বসিয়ে পূঁজবো আজীবন? ভাল হয় যদি তুমি বলে দাও। শুভ হোক তোমার জন্মদিন, ফিরে আসুক বার বার এদিন আর তোমার মনের ফুল্লোলিত চন্দন বনে ভালবাসার জোনাকীরা শুকতারা হয়ে পথ দেখাক আমায়, ভালবাসা শেখাক মরুময় আমাকে, ভালবেসে, পরম মমতায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.