আমাদের কথা খুঁজে নিন

   

কথা বলা ছবি : শাব্দিক অবগাহন

http://www.myspace.com/423882880/music/songs/31785002
৩৮ বাংলাবাজার যাওয়া হয়নি অনেকদিন। এইতো অভিধান কিনতে গেলাম সেদিন। ঐ সুবাদে প্রকাশনীগুলোর আবছায়া ঘরে চুটিয়ে আড্ডা আর ঘনদুধের কাপকে কাপ চা চলে সমানতালে । তারপর কথান্তরে অভিধানের গন্ধে পাতায় পাতায় ডুব! বিশ্ব বন্ধু দিবস বলে একটা দিন উদযাপনের ব্যাপার আছে আমাদের দেশি-গ্লোবাল সংস্কৃতিতে। জিনিসটা অনেকটা আক্ষরিক, অভিধানের পাতার মতোই শাব্দিক।

ড. আহমেদ শরীফ সম্পাদিত বাংলা একাডেমীর এই অভিধানটি মনে হয় আমি ৮ বার কিনলাম। কিন্তু ২০০৮ এর সংস্করণ হলেও ভিতরে বাঁধাইয়ে আছে বিরাট ক্রুটি। ড. শরীফ সম্পাদনার পাশাপাশি বইটা বাঁধাই করে গেলে বোধহয় ভালো করতেন! মস্কোর "কিং অফ ভদকা" খ্যাত পাইয়ট স্ম্রিনভের চোলাই মদের ভেতর দিয়ে বন্ধু ও জন্মদিন যুবক জুয়েলকে দেখছিলাম সেদিন। আর দেখছিলাম মস্কোর কিং এর মৃত্যুর পর তার সন্তানের আমেরিকার কাছে আত্মসমর্পণের ইতিহাস। ছোট ছোট চকচকে চারটি গ্লাস সমবেত হলো আসরে।

গ্লাসে গ্লাসে মধ্যরাত অবধি চললো অবগাহন! ছবি @ লেখক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।