আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কৃতি-৫

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী

চারিদিকে আমরা কত সাংস্কৃতিবান মহৎ লোক দেখি, কিন্তু সাংস্কৃতিবান মহৎ লোক তো তিনিই যিনি নিজের আপনজন বলে অপরাধীকে সমর্থন করবেন না বরং সংশোধন অথবা শাস্তির ব্যবস্থা করবেন। অন্যদিকে শত্রু বলে তার মহৎ ও ভালো কাজকে অবজ্ঞা করবেন না বা চেপে রাখবেন না, বরং সেই ভাল কাজকে অকুন্ঠ স্বীকার ও সমর্থন করবেন। আমার সন্তান, আমার আত্নীয়, আমার ভালবাসার লোক, আমার দলের লোক বা আমার আদর্শের অনুসারী বলে তার অপরাধকে অপরাধ হিসেবে গণ্য করবো না, অথচ শত্রু বলে তার সামান্য ত্রুটিকে বড় করে তুলে তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো এটা সাংস্কৃতিবান ব্যক্তির কর্ম নয়। এটাকে নিকৃষ্ট ও সংকীর্ণ মানসিকতার অপরাধপ্রবণ মানুষের মানসিকতা বলা যেতে পারে। সাংস্কৃতিবান ব্যক্তি তিনিই যিনি 'ভাল, সুন্দর, সুকীর্তি এসব মহৎ গুণ দিয়ে মানুষকে বিচার করবেন, মানুষকে দিয়ে এসব গুণকে চেপে রাখতে চেষ্টা করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।