আমাদের কথা খুঁজে নিন

   

চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...)

http://shorob.com/author/bohemian/

সে দিন আমার ছোট বোন (মনি,ওকে কি ডাকি সেটা বললে বাসায় খুনোখুনি হয়ে যাবে! ) আম্মুর সামনে বলতে লাগল আমার চেহারা খারাপ(এই জন্য আমার প্রেম হয় না । এইটা অবশ্য আম্মুর সামনে বলে নি)। কোথায় আম্মু আমাকে সুন্দর বলবে তা না! উল্টা বলতে লাগলেন “থাক সুন্দর না তো কি হইছে?!! আল্লাহ যা দিছে তাই বেশি!” আফসোস ! কেউ আমারে বলল না ছেলেটা তো cute! তবে আমি যখন ছোট ছিলাম তখন আমার আপুর এক ফ্রেন্ড, তার নাম ছিল লাভলী( ঠিক ধরেছেন আসলেই সেই আপু খুব্বি সুইট ছিল) । তিনি বলতেন (আমার আম্মুকে) “আন্টি আপনার এই ছেলেটা এত পরে জন্মালো কেন?! আর না হলে আমার সাথে বিয়ে দিতে পারতেন!!” তিনি আমাকে অনেক লজ্জা দিতেন “বাপ্পি তুমি তাড়াতাড়ি বড় হও। তার পর আমরা বিয়ে করব! হানিমুনে নেপাল যাব!“ আমি লজ্জায় (লাল তো হতে পারি না ।

আমার ছবি দেখে বুঝতেই পারছেন কেন!) “কাল” হয়ে দৌড় লাগাতাম । আপু শুধু লজ্জাই দিতেন না চকোলেট ও দিতেন । সেই আপুর বিশাল ধুমধামের সাথে বিয়ে হয়েছিল আপু হানিমুন নেপালেই করেছিলেন । এখন তিনি Australia য় থাকেন । তো যা বলছিলাম তিনি ই আমার জীবনের এক মাত্র নারী যিনি কিনা “বিবাহে” আগ্রহ প্রকাশ করেছিলেন! এর পরে কেউ আর আগ্রহ প্রকাশ করে নাই! আফসোস! অন্য ইউনিভার্সিটির সুন্দরীরা আমার সাথে ভাল-ই গল্প করে ।

আমি তো আশায় বুক বাঁধি । এইবার আমার হয়ে গেল ! তারা আমাকে তাদের জন্য পাত্র খুজঁতে বলে । আমি তো পুলকিত হই!!এইবার আমার সত্যি হয়ে গেল!! কিন্তু তারা এরপর বিষয়টা ক্লিয়ার করে! “মানে তোমার ‘অন্য’ ফ্রেন্ড নাই TALL,HANDSOME…” আমি বুঝতে পারি! তারা আমার হাইট (পাঁচ আট )পছন্দ করে না , আমাকে handsome এর তালকায় ও রাখে না! আফসোস ! আমার দুঃখের কাহিনী শুনে আপনারা হাসতেছেন আমি জানি (কেউ কষ্ট বুঝল না! ) মেয়েরা আমাকে কত “শ্বান্তনা”দেয় । আরে চিন্তা করিস/কোরো না। কোন এক সময় নিশ্চয়ই পেয়ে যাবি/যাবা! (মনে মনে নিশ্চিত বলে “এই জনমে হবে না দোস্ত ।

মাইন্ড খাইস না! ”) তাই আমার লাইফের বড় আফসোস গুলোর একটা : কোন মেয়ে কখন ও বলল না “চল বিয়ে করে ফেলি!“ ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন , হাল্কা ১৮+ ) ২১ হলেই বিয়ে হবে !( বিবাহ করতে মুঞ্চায়) অফার করার জন্য /মেয়ে পটানোর জন্য হাফ ডজন *ফ্রি* অণুকাব্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।