আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া



খরায় পুড়ছে ক্ষেত জলে ভাসে ঢাকা ! কাক-ভেজা লোক কাঁপে কাক ডাকে কা-কা ! পানি পেলে ধান হতো সতেজ সবুজ ! মেঘেরা বোঝে না সেটা বড়োই অবুঝ ! গ্রাম ছেড়ে লোক আসে থাকতে ঢাকায়; আমাদের মেঘ দেখি সেই দিকে চায় ! তাই বুঝি ঢাকা হয় প্রায়ই বানভাসি; গ্রাম ছেড়ে সব মেঘ হয় ঢাকাবাসী ! ঢাকার আকাশ থাকে রোজ মেঘে ঢাকা; আঁধারে ডোবে যে ঘর জলে ডোবে চাকা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।