আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়ালের নবীন কিশোর : চ্যাট ( যশোধরা রায় চৌধুরীর কবিতা )

.

ল্যাপটপে কিছুক্ষণ, অথচ তোমাকে কাল স্বপ্নে বহুক্ষণ পেয়েছি নিভৃতে,চ্যাটে। কী চ্যাট করেছি চেটেছি হৃদয় তোর, মোকাকফি থেকে চাটে যেভাবে দুধেল ফেনাঘোর সুপারহিট মোকাবিলা হয়ে গেছে নিষিদ্ধ ভেলায় তুইও পারিস বেশ,যথেষ্ট ভাট করিস,চোখের বিদ্যুতে প্রেডিক্টেবিলিটি এনে ,দিকশূন্যপুরে নিয়ে ছেড়ে দিস প্রেমিকশত্তুর। কী এতো শত্রুতা,সোনা,হঠাৎ ফিরিয়ে নিস ধোঁয়াগাড়ি, ব্যাক গিয়ার ,তারপর একাকী আমিও তো গুটি গুটি ফিরে আসি নিজের স্ক্র্যাপবুকে ২ চাপ নিয়ো না তো, খোকা! তুমি বলছ: তাহলে এগুলো কী তোমার? উঁকি টুকি খেলা, ওগো মেয়ে ? সারা গায়ে গুঁড়ো গুঁড়ো লেগে আছে মহাশূন্য-ছুঁয়ে আসা তেজস্ক্রিয় ধুলো সমস্ত ঝেঁটিয়ে আনো, তারপর সেই সে ঝাঁটায় চেপে ঘোর উদাসীন যেরকম ব্ল্যাক মেজিক: সারাদিন রয়েছ আলাপে ল্যাপটপে কিছুক্ষণ,অথচ তোমাকে কাল স্বপ্নে বহুক্ষণ স্মুচ,সোনা। না না, সেই ঠান্ডা এক মসৃণ সফরে স্কাইডাইভ – আমিও ফ্যান্টম সুপার উরম্যান তুমি। সোনা নও আর প্লাটিনাম, গুঁড়ো গুঁড়ো প্লাটিনাম, আর অহংকার পুনরায় চ্যাট করছি ? এবার ফিরাও মোরে, রিয়ালিটি বাইট দাও ঠোঁটে। ( যশোধরা রায় চৌধুরীর সদ্য প্রকাশিত এই কবিতাটা পড়ে ভার্চুয়াল ফ্রেন্ডদের পড়ানোর ইচ্ছা হলো । )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।