আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া-আফ্রিকার মানচিত্র


(প্রিয় বান্ধবী কৃষ্ণকলি ফ্লো বেলাকে) আলোকোজ্জ্বল ঝলমলে এই দিন রমণী বুকের লোভনীয় কোমল উষ্ণ পরশ সোয়ানসীর সমুদ্র সৈকত জোয়ারের জল -- সোঁ সোঁ শব্দ জানান দেয় অতল আটলান্টিক মায়াবী মিলন মন্ত্র। ফ্লো বেলা, মনে পড়ে? তুমি আর আমি যখন মুখোমুখী এশিয়া আর আফ্রিকার মানচিত্রে দোল খায় স্বর্গের সুশীতল হাওয়া। ফ্লো বেলা, মনে পড়ে? একদিন গান্ধীভক্ত তুমি এশিয়ার অজানা এই যুবক আমাকেই দিয়েছিলে হৃদয় স্পর্শিত পুষ্পান্জ্ঞলী - আর আমি? স্মরণ করেছি মুক্তিদাতা মেন্ডেলার পবিত্র সেই মুখোচ্ছবি। সময়ের বৈরী স্রোত সোয়ানসীর সমুদ্র সৈকত জোয়ারের জল -- সোঁ সোঁ শব্দ নিরবধি এখনো বয় শুধু তুমি নেই ...... এশিয়া-আফ্রিকার মানচিত্র যেন গনগনে খরা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।