আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ম যেখানে অনিয়ম

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

মুক হয়ে যাওয়ার মত একটি ঘটনা সামনে স্কুলের জন্যে নির্ধারিত ওভার ব্রীজ নীচে একদল ছাত্রছাত্রী রাস্তা পারাপারে রত পথ নির্দেশনায় জৈনিক স্কুল শিক্ষক আহ্ কি বাহারি দৃশ্য ! কি শিখছি আমরা সারাক্ষণ নিয়ম ভাঙ্গার চাবি পকেটে নিয়ে ঘুরছি যেখানে দেখছি নিয়ম, অবলিলায় ভেঙ্গে চলছি তা নিয়ম ভাঙ্গা এখন সময়ের ব্যাপার মাত্র বাসে ধুমপান না করার নিয়ম ইভ টিজিং না করার নিয়ম ভোক্তা অধিকার আদায়ের নিয়ম খাদ্যে ভেজাল না দেওয়ার নিয়ম শিশু খাদ্যকে গো খাদ্যে পরিণত না করার নিয়ম এসবের সাথে আমাদের এখন নিত্য বসবাস হায় শিশু আইন কবে তোমার আঠারো ঘন্টার ঘুম ভাঙ্গবে আর সচল করবে তোমার নিয়ম মানার কল প্রশ্নাতীত করবে তুমি তোমার আইন আমরা বসে আছি তোমার সিথানে একটি দির্ঘ্য ঘুম ভাঙ্গার অপেক্ষায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।