আমাদের কথা খুঁজে নিন

   

আজ কাঙাল মামার জন্মদিন

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
মামার সাথে আমার প্রথম পরিচয় ব্লগে আমার সবচেয়ে খারাপ মূহুর্তটায়। ঐ সময়ে কাঙাল মামা আমাকে নিজে থেকেই এ্যাড করেছিলেন ইয়াহুতে। ঐ খারাপ সময়টা কাটিয়ে আবার ব্লগে ফিরতে মামা আমাকে মানসিকভাবে কি পরিমাণ সাহয্য করেছিলেন তা বলে বোঝাবার নয়। স্বল্পভাষী (আমার তুলনায়!) এবং আমার উরা-ধুরা টেকি কথাবার্তা শোনার অপরিসীম ধৈর্য্যধারী এই বালক একই সাথে অসাধারণ সেন্স অফ হিউমারধারী! মাঝে মাঝে চিন্তা করি আমাদের ইয়াহু চ্যাট দেখলে নিশ্চিৎ কেউ কয়েকখানা জোকসের বই লিখে ফেলতে পারবে আর কয়েকশো পিসি টিউটোরিয়্যাল তো মাস্ট! ইদানিং আবার আমাদের মধ্যে Link Exchange ও হচ্ছে দারুণ! তবে এর বাদেও একটা গুণ কাঙাল মামার আছে। তা হলো উনি বেশ সেনসিটিভ একজন। বাইরে বুঝতে দিতে চান না - তবু আঁচ করা যায়। রিসেন্ট একটা ধাক্কা তাকে কিছুটা হলেও পর্যদুস্ত করেছে সন্দেহ নেই তবু নিজেকে ধরে রেখেছেন। তার সর্বশেষ পোস্ট থেকে আমিও একটা লাইন কপি করতে চাই: "আসলে মানুষ বেশিরভাগ সময়েই বলতে পারে না পছন্দের মানুষগুলোকে সে কেনো পছন্দ করে!! " আজ ১৮ আগস্ট, আমার খুব কাছের প্রিয় একজন মানুষ কাঙাল মামার জন্মদিন!! তাকে অনেক অনেক শুভেচ্ছা!! * কাল রাতে কারেন্ট না থাকায় এই লেইট পোস্ট!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।