আমাদের কথা খুঁজে নিন

   

নি:সঙ্গতা আমার অহংকার।



নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়। বিষণ্ণতার হাত ধরে যাই দূর বহুদূর। তেপান্তরের মাঠ পেরিয়ে, নির্জনতার দ্বীপান্তরে। নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়। একলা একাকী এই দ্বীপে আজ নিজের সাথে দেখা।

দেখা হয় আজ,কথা হয় আজ, জানা হয় সে বারতা। আমাকেই আমার আছে যে দেবার আমিই সে অমৃতা। আছ আমারি মাঝে বন্ধু তুমি, মা,বাবা, ভাই বোন। সাগর বল, আকাশ বল, বল হিমালয় পর্বত। কলমের কালি, কবিতার খাতা, হিসাবের বই, দিনলিপি আছে, আছে সব আছে স্বর্গ আছে নরক।

আছে আব্রাহাম,আছে জীশু,আছে বুদ্ধা, মুহাম্মদ। নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায় কানে কানে বলে যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।