আমাদের কথা খুঁজে নিন

   

আউলা-ঝাউলা

শিশুতোষ যে কোন রচনা।  

কোন গেরামের মাহুত তুমি কোন বেড়ালীর ছাও? কোন বিমানের সারেং সোনা বৈঠা হাতে ধাও? কোন সায়রে ট্যাক্সি উড়াও কোন সড়কে নাও? কোন গলিতে পারাপারের মালগাড়িটা বাও? কোন পাতিলের পোলাও পিয়ে জাহির করো জাউ? সেতার ছেড়ে গিটার বাজাও গলায় ঝুলাও লাউ! কোন খোঁড়লের মোড়ল সাধু খুঁড়িয়ে চলো পাও? যায় না বোঝা সুজন তোমার কথার কাজের ভাও। গচ্চা দিয়ে মাল বেচে কও মাইরা দিছো দাও, রামদা কিনে রাম ধরা খাও ফুটাও কিনা ফাও! আউলা বোলে আগুন জ্বলে অন্তরে দাউ দাউ, হয় বাসনা বিলাপ জুড়ি কান্দিয়া হাউ মাউ। কোন গোয়ালের মিষ্টি দধি তেঁতুল গুলে খাও? চন্দ্রবদন মলিন কেনো? নজর মেলে চাও। কোন সেয়ানের সতীন গো সাব ঘাড় বাঁকাইয়া যাও? পারলে থোড়া মুরোদ দেখাও সামনে দেখি আও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।