আমাদের কথা খুঁজে নিন

   

আসেন, আশ্রাফুলরে একটা কইরা গালি দিয়া যান...........



খেলা দেখতে পারি নাই। তবে হতাশ হচ্ছি সবার কমেন্টস পড়ে। কি অদ্ভুত আমাদের স্বভাব, তাই না? শুরুতে বাংলাদেশের আস্কিং রান রেট ছিল ৬.২৬ । প্রায সবার পোষ্ট পড়ে মনে হচ্ছে ১০ অথবা বেশি কিছু একটা হবে। তা না হলে হাতে উইকেট রেখেও আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে রান তোলার [দলীয় কারো, ব্যক্তিগত নয়] জন্য কাউকে আজে বাজে কমেন্টস শুনতে হয়? বুঝতে পারছি, তারা সবাই এক একজন ক্রিকেট মহা বিশেষজ্ঞ।

আচ্ছা বিশেষজ্ঞ ভাইয়েরা, আশ্রাফুল [কারো কারো মতে] যদি ২৮ বলে ১০ না করে ৩ বলে ১০ করে আউট হইত দলের রান কত হত? ৭৮ রান ২ উইকেটে। চিন্তা কি? তামিম আছে না? পর পর দুই ওভারে দুই উইকেট যাওয়ার পরও তামিম নিশ্চই আরও আগ্রাসী হওয়ার সাহস পেত। পর পর দুই উইকেট তুলে নেয়া জিম্বাবুয়ে দল নিশ্চই উজ্জিবিত না হয়ে আরো হতাশ হয়ে [ইস্ কেন যে স্লো ব্যাটসম্যানটাকে আউট করলাম] আরও বাজে বলিং শুরু করত। সব দোষ শালা আশ্রাফুলের। শালা কেন ৩ বলে ১০ করল না? তাইলে আমরা ৪০ ওভারেই ৩০০ করতাম।

৪০০ রান করার একটা সুযোগ থাকত। আমারও আফসোস হইতেছে। আসেন সেই আফসোস মেটানোর জন্য সবাই মিলে আশ্রাফুল কে একটা গালী দেই। বিশ্বকাপ ২০০৯। সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচে আশ্রাফুল মনে হয় ৮৩ বলে ৮৭ করেছিল।

স্ট্রাইক রেট ১০০ এর উপরে। যতদুর মনে পরে, [যদি ভুল না করে থাকি] আশ্রাফুলের শুরুটা ছিল অত্যান্ত স্লো। সেই ম্যাচে প্রথম ২৪ বলে ১২ রান করেছিল এই গাধা ব্যাটসম্যান। সেই ম্যাচের কথা বলছি কারন, স্লো শুরু করেও দ্রুত রান তোলার ক্ষমতা যার আছে তাকে আমরা কেন গালি দিব না, বলেন? Click This Link নোট: জিম্বাবুয়ের ইনিংস দেখেছিলাম। আম্পিয়ারদের এমন জঘন্য পক্ষপাতিত্বের প্রতিবাদ জানচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.