আমাদের কথা খুঁজে নিন

   

রবি ঠাকুরের শ্রাবণের গান



রবীন্দ্রনাথ ঠাকুর বহু গান লিখে বাংলা গানের ভান্ডারকে রত্ন-ভান্ডারে পরিণত করেছেন। গীতবিতানের প্রথম ছত্রের সূচীতে ২২১৯টি গানের উল্লেখ আছে। এর মধ্যে ঋতুভিত্তিক গান ২৭৪টি। গ্রীষ্ম নিয়ে ১৬টি, বর্ষা নিয়ে সর্বাধিক ১১৫টি, শরৎ নিয়ে ৩০টি, হেমন্ত নিয়ে সর্বনিম্ন ৫টি, শীত নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন ১২টি, ( অথচ জীবনানন্দ দাশ হেমন্ত আর শীত নিয়ে লিখেছেন সর্বাধিক সংখ্যক কবিতা) বসন্ত নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬টি গান আছে গুরুদেবের। যে শ্রাবণে তাঁর মহাপ্রয়াণ সে শ্রাবণকে কী চোখে দেখেছেন তিনি তাঁর জীবদ্দশায় ? গানের আলোকে তার সন্ধানে নামা যাক। সরাসরি শ্রাবণ নিযে তাঁর গান ২৪টি। অন্য গানে প্রসঙ্গক্রমে শ্রাবণের কথা এসেছে বহুবার। বর্ষার গানে আষাঢ় নিয়ে, শ্রাবণ নিয়ে আর মাস না বলে বর্ষা/বৃষ্টি/মেঘ নিয়ে তাঁর সব গান। শ্রাবণ নিয়ে ২৪টি গানের প্রথম ছত্র এরকম- ১) শাঙন গগনে ঘোর ঘনঘটা (বিরহী রাধার মনোবেনার কথা বলেছেন) ২)ওগো আমার শ্রাবণ মেঘের খেয়া তরীর মাঝি অস্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি (যাবার আভাস কী মেলে?) ৩)এই শ্রাবণ-বেলা বাদল ঝরা যুথি বনের গন্ধে ভরা ৪)শ্রাবণ বরিষণ পার হয়ে/ কী বাণী আসে ঐ রয়ে রয়ে ( যাবার বাণী ?) ৫)গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে ৬)আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ( আরো স্পষ্ট লাগছে না মরন কথা ?) ৭)পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে ৮)এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে ৯)শ্রাবণ মেঘের আধেক দুয়ার ওই খোলা ১০) ভোর হলো যেই শ্রাবণ শর্বরী ১১) আজ শ্রাবণের পূর্নিমাতে কী এনেছিস বল ১২)শ্যামল শোভন শ্রাবন তুমি নাইবা গেলে (শ্রাবণকে ধরে রাখতে চান?) ১৩)শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে ১৪)আজি শ্রাবণঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে ১৫) আবার শ্রাবণ হয়ে এলে ফিরে মেঘ আঁচলে নিলে ঘিরে (মেঘ আঁচল !) ১৬) আমি শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি ১৭)থামাও রিমিকি ঝিমিকি বরিষণ ঝিল্লি ঝনক ঝন নন হে শ্রাবণ ১৮) যায়দিন শ্রাবণ দিন যায় ১৯) মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পারে নি:সীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম ২০)এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোনে এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা ২১) শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ২২)এসেছিনু দ্বারে তব শ্রাবণ রাতে প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে ২৩) আমার যেদিন ভেসে গেছে চোখের জলে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে ২৪) সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা অন্ধ বিভাবরী সঙ্গপরশ হারা ২২শে শ্রাবণ উপলক্ষে আবারো তাঁকে শ্রদ্ধাভরে তাঁর শ্রাবণের গান দিয়ে স্মরণ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।