আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমন বিষয়ক সাহায্য চাই, রাতারগুল,পাংথুমাই, বিছানাকান্দি এর ব্যাপারে



in sha ALLAH next Thursday,friday and Saturday(৫-৬-৭) we will be in sylhet. our tour plans are following. since I collected all the info from net. so plz suggest the right way, or if there is any mistake plz give correction to it. 1)Thursday afternoon-ঢাকা- সিলেট। (এনা ফ্রম মহাখালি)। নাইট স্টে ইন সিলেট। ৩)শুক্রবার-- সিলেট থেকে সি এন জি নিয়ে গোয়াইনঘাট,--গোয়াইনঘাট থেকে নৌকায় পাংতুমাই-গোয়াইনঘাট-সি এন জি নিয়ে জৈন্তাপুর- নৌকায় লালাখাল-চা বাগান। লালাখাল থেকে বিকালে জাফলং।

তামাবিল বিজিবি রেস্ট হাউস এ রাত্রি যাপন। ৪)শনিবার-- সকালে জাফলং-মটরঘাট- নৌকায় রাতারগুল-মটরঘাট-সিলেট। বিকালে মাজার দেখে রাতে ঢাকা। বিছানাকান্দি কিভাবে যাওয়া যায়?? এটা কোথায়?? আমাদের টুর এর প্লানে কি কোথাও ভুল আছে? আর এই সব স্থানের কোন কন্ট্যাক্ট নাম্বার বা কোন সাজেশন পেলে অনেক ভাল হয়। আর নৌকার ভাড়া ক্যামন হতে পারে?? আমরা ১০ জন যাচ্ছি।

thanx in advance.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।