আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্দাফরাস সম্পর্কে কেউ কিছু জানতে চায় না

মুদ্দাফরাস সম্পর্কে কেউ কিছু জানতে চায় না, চাওয়া উচিতও নয়।

মানুষের মৃত্যু হয়, তাকে কবরে নিয়ে যায় ক্রন্দনরত আত্মীয়পরিজন, মুদ্দাফরাস নিস্পৃহ মুখে দাঁড়িয়ে থাকে সদ্য খোঁড়া কবরের পাশে, শান্ত অপেক্ষা কখন শেষ হবে এই ক্রন্দনের মিছিল, মরদেহ নামিয়ে দেবে সাত ফুট গভীরে, বেলচা হয়ে উঠবে সচল তখন, কিস্তিতে কিস্তিতে মাটি বুজিয়ে দিতে থাকবে, চাপা পড়ে যাবে মৃত মানুষটার জীবন, মাটির নিচে। মুদ্দাফরাস, কাজ শেষে চলে যাবে, ঘরে, আবার ফিরবে পরদিন, নতুন কোনো মরদেহ শেষকৃত্যের আকাঙ্খায় আসবে তার কাছে। আবার সচল হবে গাঁইতি, চাপা পড়বে রক্ত-মাংসের নিথর শরীর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.