আমাদের কথা খুঁজে নিন

   

ঢংঙ্গী পোস্ট-২ (পোস্টের শিরোনাম)

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

পোস্টের শিরোনাম সংকটে সবসময়ই ভুগি.....প্রায়ই এমন হয় যে পোস্ট লিখে বসে আছি কিন্তু কি শিরোনাম দিবো সেটা ভেবেই হয়রান....মাঝে তো ইমো দিয়া কয়েকবার কাজ সেরেছি। তাই,অগ্রিম কিছু শিরোনাম ঠিক করে রাখলাম বিভিন্ন মুডের কথা ভেবে....যখন যে-ই মুডে থাকবো সেই মুডে পোস্ট দিয়ে দেব....... ১.গরমের দিনের পোস্ট শিরোনাম~~~ *উফফফফফ,কি গরমরে **এসি নাই ক্যান ***গরমে আলুসিদ্ধ ২.শীতের দিনে~~~ *উরেবাবা,শীতে মরে গেলাম **আমার কম্বল কই??? ***ঠান্ডায় আমি আইসক্রীম ৩.রাগের পোস্ট শিরোনাম~~~ *দুরে গিয়া মর **খাড়া শয়তানের জাত(সৌজন্যে আমার প্রিয় সখী) ***মাইর দিবো ৪.বিরক্তির পোস্ট শিরোনাম~~~ *ধ্যাত্তেরিকা **যা ভাগ ***ধুর..... ছাই ৫.হতাশার পোস্ট শিরোনাম~~~ *জীবনটা তামা,তামা **আর তো পারিনা ***তেজপাতার জীবন ৬.প্রেমের পোস্ট শিরোনাম~~~ *ভালোবাসা----ভা..লো..বা..সা-----ভা..............সা **মেরা দিল লুট গ্যায়া ***সে আমার সম্পদ নয় সম্পত্তি(রবীন্দ্রনাথের হৈমন্তী থেকে) ***মন মানে না(সৌজন্যে ইভা আন্টি) ৭.ছ্যাকার পোস্ট শিরোনাম~~~ *হায় জ্বালা,জ্বালা,জ্বালা অন্তরে(সৌজন্যে মাইলস) **ছোট কচুগাছে ফাঁসি দিবো ক্যমনে??? ***না পারি সইতে,না পারি কইতে ৮.ন্যাকা-প্যাকা পোস্ট শিরোনাম~~~ *আমার দাঁত নড়ছে **আমি চলে যাচ্ছি... আমায় ডেকো না ...ফেরানো যাবে *** চা রান্না করতে পারছি ৯.বেকারদের পোস্ট শিরোনাম~~~ *আই এ্যাম গুড ফর নাথিং **আমি বিশিষ্ট বেকার বলছি ***নাই,নাই,নাই....মনে শান্তি নাই ১০.আব-জাব পোস্ট শিরোনাম~~~ *বেসাইজের মন **অমুককে ধরে এখন কি করা উচিত? ***শেখ হাসিনা/ খালেদা জিয়ার কি এখন বার্থ ডে পালনের বয়স? ****আপনি কি পাত্র/ পাত্রী খুজছেন? ১১.বৃষ্টির দিনের শিরোনাম~~~ *মেরি ইজ্জত লুট গ্যায়া (সৌজন্য: উদাসী) **এভাবে আর কতদিন ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে হবে?? ***বৃষ্টি কেন হচ্ছে আর আমি কেন ভিজে যাচ্ছি? (নেপথ্য কাহিনী) ***এগুলো যদিও যদি ও নিজের কথা ভেবে ঠিক করেছি তবুও কারো দরকার পড়লে কষ্ট করে ডাইনলোড করতে হবেনা খালি কপি-পেস্ট করলেই হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।