আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-ভারত

কি যে বুঝি তাও বুঝি না।

বাংলাদেশ-ভারত ১. বাংলাদেশ ভারত সীমাšত চুক্তি স্বারিত হয় ১৬ মে ১৯৭৪ সালে। ২. বাংলাদেশ ভারত সীমাšত চুক্তিতে স্বার করেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৩. ভারতের ভিতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল আছে। ৪. বাংলাদেশের ভিতরে ভারতের মোট ১১১টি ছিটমহল আছে।

৫. ভারতের অধিকাংশ ছিটমহল লালমনিরহাট জেলায় ৫৯ টি। পঞ্চগড় জেলায়-৩৬টি কঁড়িগ্রাম জেলায়-১২ টি নীলফামারী জেলায়-৪টি। ৬. বাংলাদেশের ছিটমহলগুলি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত। ৭. দহগ্রাম ও আঙ্গুরপোতা ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। ৮. বাংলাদেশ ভারতকে ভেরুবাড়ী হ¯তাšতর করে বিনিময়ে তিনবিঘা কড়িডোর লাভ করে।

৯. ভেরুবাড়ি হলো বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত। ১০. তিনবিঘা করিডোর তি¯তানদীর তীরে অবস্থিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।