আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান এই নেতাদের হাড়গোর কবর থেকে তুলে নিয়ে বঙ্গপোসাগরে ফলে দিয়ে আসবে।

Digital Bangladesh Warriors - fb.com/openbd

আচ্ছা আর কত গুলোদেশে জাতির পিতা ব্যক্তিত্বটি আছে ? আমি দু 'এটা বলে হেল্প করছি। প্রথমেই আসে জর্জ ওয়াসিন্টন-- আমেরিকা। মোহনদাস করমচাদ গান্ধি-- ইন্ডিয়া। মোস্তফা কামাল-- তুরস্ক । মুহাম্মদ জহির শাহ্‌-- আফগানিস্তান।

টুংকু আব্দুল রহমান-- মালয়েশিয়া। ......................... আচ্ছা আর কোথাও কি এত শোক, এত আনন্দ, এত বিতর্ক, এত সমর্থন, এত হাস্যকর পরিস্থিতি আছে এরকম একটা জতিয় বিষয় নিয়ে ? এই পৃথিবী বুকে আমরা একটা জোকর জাতি হিসাবে পরিচিত হতে যাচ্ছি। এত দিন আমাদের কমিক গুলো দুনিয়ার সাধারণ মানুষেরা জানতে পারতো না, এখন এই ইন্টারনেটের যুগে খুব বেশী সময় লাগবে না যখন বিদেশে আমাদেরই কোন ভাইকে হয়তো কেউ বলবে তোমার পিতা কে তা নিয়ে আমার সন্দেহ আছে ! গত ত্রিশ পয়ত্রিশটা বছর শুধু এই করেই কাটিয়ে দিলাম অথচ একটা নতুন দেশে কত হাজার কোটি কাজ থাকে। তার কিছুই আমাদের করা হলোনা। এসব দেখে এখন নতুন প্রযন্মের মনে হয়, যে সকল জাতিয় নেতাদের অবদানে আজ আমাদের এই বাংলাদেশ, তারা বেহেস্তে বসে বলছে তোরা থাম, আমাদের মাফ করে দে, আমাদের ভুল হয়েগেছে।

তবুও তোরা সতের কোটি মানুষকে শান্তিদে। আমাদের না তোর এত গুলোবছরে কি করলি দেখ। তোদের উদ্দেশ্য কি তা ঠিক কর। দেশের কোন কাজইতো তোরা করলিনা। আইন কানুন বিচার সিস্টেম সব যেমন বৃটিশ আর পাকিস্তান আমলে ছিল তা দিয়েই চালাচ্ছিস।

তোদের বুদ্ধি এত কম কেন ? তোরা এত অপদার্থ কেন ? আজ আমাদের বয়োবৃদ্ধদের দায়িত্ব গেয়ানহীনতা আর জাতিয় বীরদের নিয়ে এধরনের রাজনীতি করার জন্য এক সময় তখনকার প্রজন্ম বর্তমান এই নেতাদের হাড়গোর কবর থেকে তুলে নিয়ে বঙ্গপোসাগরে ফলে দিয়ে আসবে। যারা আমাদের বীরদের তাদের অবদানের জন্য শ্রদ্ধা করতে পারেনি তাদের স্থান এই মাটিতে হবে না। দিস ইজ এ প্রফেসী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.