আমাদের কথা খুঁজে নিন

   

আজ এই রাতে

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...

আজ এই রাতে দৃষ্টি মেলে গহিন আঁধারে, বোকা বোকা ইচ্ছেরা তোমাকে খুজে ফিরে। তুমি আছ দূরে উষ্ণ ভালোবাসার নরম স্পর্শে, আমি আছি আজ এই রাতে আঁধারের কোলে ভেসে। কথা তো ছিলো দুটি দেহ হবে জড়ো একই বিছানায়, কথাটা তো হলোনা পূরণ- দিন চলে যায়। আজ হয়তো এই অবেলায় তোমার নেই কিছু মনে, আমি তো হায় পারিনা ভুলতে- ভুলবো কেমনে। আজ এই রাতে উঠেনি জোসনার ঢেউ ঐ আকাশে, আজ এই রাতে মেঘেরা কি যাচ্ছে কোথাও ভেসে ভেসে। আমার দু’চোখে ঘুম নেই- নেই কোনো স্বপ্ন রঙ্গীন, একা বসে ভাবছি শুধু- তুমি কি ফিরবে কোনোদিন। তোমার জন্য দু:খগুলো হৃদয়ে গড়ছে বাড়ী, তোমার জন্য সূরের সাথে হয়েছে আমার আড়ি। ভাবনারা সব অগোছালো কল্পনারা আজ এলোমেলো, আমিও খুব ছন্নছাড়া- কোথায় যে কি হলো…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।