আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণা,তোমার ড্যাডিকে বলনা মামলাটা নিতে তুলে!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
১. চৌদ্দ শিকের সবগুলো শিক ধীরে ধীরে গেছে ক্ষয়ে, প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি ওসি সাহেবের ভয়ে ! কসম কাটছি, কর্ণ মলছি স্বর্ণাকে যাব ভুলে, স্বর্ণা,তোমার ড্যাডিকে বলনা মামলাটা নিতে তুলে! ২. সেদিন তোমার ভাইয়ের হাতে যা ফাঁসাটা ফেঁসেছি, আমার দামী বাটা জুতার একটা ফেলে এসেছি। বলবে তাকে বনের বাঘে মানবে নাতো পোষ, দোষ করেছি আমি, আমার জুতাতো নির্দোষ। ৩. তোমার ভাইটি খুব সুপুরুষ চুল, দাড়ি আর গোঁফে, পাঠিয়ে দাও খুব শিগগির WWF-এ! ৪. তোমার ভাইয়ের গুন্ডাগুলো বাপরে, কেমন করে ফেলল আমায় আছরে! গুন্ডাগুলোর মনটা যেনতেন, মারবি তো মার কৃপণতা কেন? *** আমি এখন হাসপাতালে আছি, মারের চোটে নামটা ভুলে গেছি! একটু খানি সময় যদি পাও- তোমার আমার নামটা এসে আমায় বলে যাও! এই মাইর মাইর না, আরও মাইর আছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।