আমাদের কথা খুঁজে নিন

   

কতটুকু আমি একজন নারী ব্লগার, কতটুকু একজন ব্লগার?

বলার নেই কিছু।

গতকাল থেকে একটা কথা ভাবছিলাম। কতটুকু আমি একজন ''নারী ব্লগার'' এবং কতটুকু একজন ''ব্লগার''? আমার পরিচয় সবার আগে কোনটা আসবে? নারী ব্লগার নাকি একজন ব্লগার? আমি মনে করি একজন নারী ব্লগারের জন্য সব থেকে বেশি কষ্টকর যদি কখনো তাকে এমন কথা শুনতে হয় ''তুমি নারী ব্লগার তো, তাই কিছুটা মন্তব্য পেয়েছো। '' যাই হোক এ কথা অস্বীকার করার উপায় নেই নারী পুরুষ স্বভাবজাত একটা আকর্ষণ থাকবেই। একজন সুন্দরী নারী দেখলে একজন পুরুষ আকর্ষিত হবেন এটাই স্বাভাবিক।

কিন্তু এই আকর্ষণের প্রকাশ ভঙ্গি যদি হয় 'কটাক্ষ' তবে তা কিন্তু 'ইভটিজিং' বলেও পরিগণিত হতে পারে। এখন প্রশ্ন হল ব্লগে আমরা যে সব নারী ব্লগাররা আছি আমরা কতটুকু নারীত্বের ফায়দা লুটছি? এই প্রশ্নের জবাব আমি নারী ব্লগারদেরর মাধ্যমেই দেব। এই যেমন আমাদের সবার প্রিয় ব্লগার আরজুপনি। তিনি পোষ্ট দিলেই কমেন্ট আর প্লাসের ছড়াছড়ি। কিন্তু কেন? তিনি নারী ব্লগার এই জন্য? কই তার প্রোফাইল পিকচারে তো কোন সুন্দরী রমনীর ছবি নেই।

বরং পাঞ্চ বদ্ধ হাতে ইংরেজিতে লেখা এইচ ও পি ই। তিনি তো নারীত্বের কোন সুযোগ ইউজ করেন নি। তাহলে কিসের আকর্ষণে ছেলে ব্লগাররা তার পোষ্ট মন্তব্য দেন? আর সব জায়গায় এই জাতীয় ''আকর্ষণ'' খুঁজতে যাওয়া কতটুকু বিচক্ষণতার লক্ষণ? ব্লগার আরজুপনি আপু ব্লগের একজন খুবই পরিচিত মুখ। তিনি ভালো লেখেন এবং অনেকের পোষ্টে যান। অনেক মন্তব্য করেন এবং এতে করে ব্লগারদের সাথে তার হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে এবং ব্লগাররাও তাকে ভালোবাসেন।

আর তাই তিনি এত মন্তব্য পান। এটা আমার মনে হয়েছে। কই ব্লগে তো কত মেয়ে নিক থেকেই পোষ্ট আসে। সবাই তো এত মন্তব্য পান না। এখন আমি আমার নিজের প্রসঙ্গে আসি।

যদিও আমি খুব বেশি মন্তব্য পাই না। আমি আমার ব্লগের প্রোফাইল পিকচার হিসেবে একটা ছোট বাচ্চা মেয়ের ছবি ইউজ করেছি। আমি মনে করি না চার পাঁচ বছরের একটা শিশুর ছবি দেখে কোন পুরুষের মনে কোন রকম ১৮+ চিন্তা আসা সম্ভব। যদি কারো মনে আসে তাহলে আমি বলব সে পারভাটেড চিন্তার অধিকারী। তাহলে আমি নারীত্বের কোন ফায়দা লুটছি কি? বিবেকবানদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

এখন আসি নাম প্রসঙ্গে। ব্লগে আমি আমার নিক নেম ইউজ করে আই ডি খুলেছি। আমি যেহেতু একজন নারী এবং নামেও নারীত্বের ছাপ। আমি মনে করি না এটা আমার কোন ফল্ট। কি করব বলুন বিধাতার সৃষ্টি! তিনি আমাকে নারী বানাবেন বলে চুজ করেছেন।

এখন আমি যদি আমার নাম ছলিমুদ্দিন বা কলিমুদ্দিন দিয়ে খুলতাম তবে সেটাও সমাচীন হত না। হত কপটতার আশ্রয়। এখন প্রশ্ন হল তাহলে আমার ব্লগে পুরুষ ব্লগাররা কেন আসেন? আর কি শুধু মাত্র পুরুষ ব্লগাররাই আসেন? নারী ব্লগাররা আসেন না? আরজুপনি আপু, বিথি আপু, স্বর্ণা আপু, এরিশ আপু ,সমুদ্র কন্যা আপু এনাদের মন্তব্যগুলো কি তাহলে কাউন্ট হবে না? কেন নারী, পুরুষ বলে বিভাজন করা হবে? কেন আমরা সবাই এক সাথে ''ব্লগার'' হওয়ার মর্যাদা পাব না? এই সভ্য সমাজে কেউ যদি আমাদের এই প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করায় তাহলে কোথায় সভ্যতা? আমি ''ভালো'' লিখি এই দাবী আমি কখনোই করি না। ইনফেক্ট হুমায়ন আহমেদের ডুবলিকেট ভার্শন হওয়ারও কোন ইচ্ছা আমার নেই। তবে আমি ভালো লিখতে চেষ্টা করি এবং পেরে উঠি কি পেরে উঠি না তা নিয়ে খুব একটা ভাবি না।

কারণ আমার ব্লগে আসার প্রথম উদ্দেশ্য হল এন্টারটেইনমেন্ট। দ্বিতীয় উদ্দেশ্য সাহিত্যের প্রতি অদম্য আকর্ষণ। তাই পারি আর না পারি লিখি এবং চেষ্টা করি আমার সহব্লগারদের পোষ্টে গিয়ে তাদের উৎসাহিত করতে। আর তাই তারারাও আমার পোষ্টে আসেন। অন্য কোন উদ্দেশ্য নিয়ে নয়।

আমি মনে করি শুধু মাত্র হৃদ্যতার জন্য। অনেক ব্লগাররা আমার লেখার আলোচনা সমালোচনাও করে আমাকে উৎসাহিত করেন। তাই তাদের প্রতিঅজস্র কৃতজ্ঞতা। এটা ঠিক ব্লগে প্রফেশনাল লেখক খুব কম আছেন, তাই যারা নবীস ''তারা লিখতে জানে না'' এভাবে কমেন্ট দেয়া আমি মনে করি না শোভনীয়তার মধ্যে পড়ে। ইনফেক্ট হুমায়ুন আহমেদদের মত কোন লেখকদেরকেও যদি লেখার মান বিচার করতে দেয়া হয় আমার মনে হয় না তারাও এত খানি অহংকার নিয়ে কথা বলতে পারবেন।

কারণ সত্যিকারের ফলজ গাছ নুয়ে থাকে। ব্লগে অনেক সময় অনেক পুরুষও মেয়েদের নাম নিয়ে আই ডি খোলেন। এ ক্ষেত্রে মানুষ আকর্ষণই হয় তাদের অন্যতম লক্ষ্য। যাই হোক কে কি নিক আই ডি খুলবেন তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। আমার আপত্তি সেখানে যখন সত্যিকারের মেয়ে নিকেরা এ সব নিকের কারণে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়।

আমি একবার ফেসবুকের কোন একটা আলোচনায় দেখেছিলাম একটি ব্যাপারে সকল নারী সহমত পোষণ করেছে এবং ইগো সম্বলিত কিছু পুরুষ আবার বিরোধীতাও করেছেন। পৃথিবীতে এমন কিছু টপিক্স থাকে যাতে সব মেয়েরা এক বাক্যে একমত হয়। তখন দেখলাম হঠাৎ একজন নারী নিক বলে বসেছেন,'' কই আমি তো এই ব্যাপারে একমত নই। '' বহুদিন পর কোন ভাবে জেনেছিলাম সেই নিক আসলে একজন পুরুষ দ্বারা চালিত! এই হল অনলাইনে অবস্থা। ব্লগার রেজওয়ানা আপুর নারীদের নিয়ে লেখা একটি পোষ্ট পড়েছিলাম।

পড়ে জাস্ট নিরবে দীর্ঘশ্বাস ফেলেছি। অনলাইনে ব্লগের মত মিডিয়াগুলো থেকে নারী ব্লগাররা প্রায়সই নিরবে হারিয়ে যান। আসলে গালিগালাজ প্রতিহত করার মত মানসিকতা অনেক ব্লগারের মধ্যেই থাকে না। পরিশেষে একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই ''কে নারী ব্লগার কে পুরুষ ব্লগার তা দেখে আমি কখনো কারো পোষ্টে যাই না। আমি যাই ভালো লেখার আকর্ষণে এবং ব্লগারদের সাথে হৃদ্যতার খাতিরে এবং আমার সহব্লগারদের কাছ থেকেও এটাই এক্সপেক্ট করি তারা ঠিক একই কারণে আমার পোষ্টে আসবেন।

কারো যদি এমন মনে হয় আমি ''নারী ব্লগার'' বলেই আমার পোষ্টে আসছেন তবে আমি অনুরোধ করব প্লিজ আমার পোষ্টে আর কোন দিন আসবেন না। '' মন্তব্য শুন্য পড়ে থাকুক আমার পোষ্ট। তবুও নারীত্বের ফায়দা লুটে নারীদের ছোট করব না। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।