আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থাকুক সবাই, ঢাকাই

বড় হওয়া বড় ভাল। তার চেয়ে বড় ভাল, ভাল হওয়া।

তিন দিনের লম্বা ছুটি। যদিও আমাদের বেসরকারি কপালে এমন ভাগ্য লেখা নেই। এবারও যথারিতি কপাল ফাঁকা।

ঘুমন্ত মনে কেনো জানি শুরু হয়েছিল ছুটি ছুটি আবেশ। ঘুম থেকে টেনে হেচড়ে তুলেছিলাম নিজেকে। তাড়াহুড়ো করে সকল প্রাতকর্ম সেরে অফিসের দিকে দে ছুট। নিজের ভাগ্যফলে কিছুটা ক্ষোভ ছিলো। কিন্তু রাস্তাই বেরিয়েই মেজাজ ফুরফুরে।

ঢাকা ফাঁকা! নেই পরিচিত কোলাহল আর বিরক্তিকর ট্রফিক জ্যাম-আহা কি শান্তি। অফিস যাওয়া মানেই প্রান্তকর যুদ্ধ। সময় বাঁচাতে সি এন জি অথবা ট্যাক্সি ক্যবে নির্ভরতা। কিন্তু এদের পাওয়ার চেয়ে এভারেস্ট জয় বোধহয় অনেক সহজ। দুঃখ হয় এই গোত্রের কাছে কতটা জিম্মী আমরা।

সকালের তিব্র রোদে ঘেমে নেয়ে যখন কোন বাহন যোগানো যাইনা তখন সত্যিই খুব মনে হয় জীবন বড়ই কঠিন। ব্যার্থতা শেষে মাঝে মাঝে রিকশা যোগে ঢুকুর ঢুকুর এবং যথারিতি অফিস দেরি। এসবের মাঝে কাটা গায়ে নুনের ছিটার মত অসহ্য ট্রাফিক জ্যাম। এসব দেখে শুনে মধ্যবিত্ত আমি সাহস করে কিনে ফেললাম ব্যক্তিগত চার চাকার বাহন। তবু মুক্তি নেই।

ভাড়াখাটা যানের চালকদের কুর্নিশ করা থেকে মুক্তি মিললেও ট্রফিক জ্যাম পিছু ছাড়েনা। হায় কত দিন ঝড়ের বেগে ছুটিনি এ রাজপথে-------------- আজ অবশ্য অন্যরকম। শান্ত এবং ভদ্র ঢাকা, যেমন চাই সব সময়। ইচ্ছে বেগে ছুটতে পারা ঢাকা। লম্বা ছুটি পাইনি তাতে কি, এমন ঢাকাতো পেলাম।

ভালো থাকুক সবাই ঢাকাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।