আমাদের কথা খুঁজে নিন

   

কাজ নাই তাই কুত্তা খেদাই.....নিজে নিজে বিড়বিড়ানি একটা আজাইড়া পোস্ট

মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা

তিনদিনের ছুটি পাইয়া সবাই ঢাকা ছাইড়া পালাইছে। আর এদিকে আজ থেকে শুরু কইরা আগামী মঙ্গলবার পর্যন্ত আমার টানা ৬ দিনের ছুটি। আমি ঢাকা শহরে বইসা, হু্ইয়া দিন কাটাইতাছি। বন্ধুবান্ধবরাও বেশীরভাগ ঢাকা নাই; ঢাকায় যেগুলা আছে সেগুলাও বেশীরভাগ বিয়াত্যা। একটা ফ্রেন্ড সার্কেল গেছে কক্সবাজার, আরেক গ্রুপ বিরিশিরি।

পোলাপাইন অনেক ফুনাইলো তাও গেলামনা। চিটাগাং এ বাসায়ও গেলামনা, রবিবার এম্নিতেই যাইতে হবে। করারও কিছু পাইতেছিনা। পুরা ভাদাইম্যা অবস্হা। সকাল থেকে একজন সাতটা মিসকল দিছে দেইখা ফোন কইরা দেখি এক মহিলা নোয়াখাল্যা ভাষায় কিসব বলতেছে আর তার পাশে একটা বাচ্চা ট্যা ট্যা করতেছে।

এরমধ্যে এইটুকু বুঝলাম আমি কই থাকি এটা সে জানতে চায়। কয়েক ঘন্টা পরে এক ব্যাডা ফোন কইরা বলে আমি নাকি তারে ফোন দিছিলাম। এই লোকেরও দেখলাম আমি কই থাকি এইটা জানার খুব আগ্রহ। পরে চেক করে দেখি দুইটাই একি নাম্বার। মনে হয় বউরে সন্দেহ কইরা চেক করতেছে।

এই গরমে বাইর হইতে ইচ্ছা করতেছেনা, শুইয়া ছিলাম কারেন্ট চলে গেছে । বাতাস খাওয়ার জন্য বারান্দায় বইসা নেট ঘাটতেছি আর শুনতেছি পাশের বিল্ডিংয়ে এক মা তার বাচ্চাকে কুটুর গুটুর ভুটুর শব্দযোগে ছড়া বানিয়ে শুনাচ্ছে। বাচ্চাটার বোধহয় মায়ের ছড়া খুব একটা পছন্দ করতেছেনা, একটু পরপর তার প্রতিবাদ শুনা যাচ্ছে। উৎসাহ নিয়ে তাকাতে গিয়ে দেখি মা আমার দিকে চোখ পাকিয়ে তাকায় আছে। বাচ্চা না মা, কার দিকে নজর দিছি ভাবছে কে জানে! দুরে একটা বিল্ডিং এ কন্সট্রাকশনের কাজ চলতেছে, ঐখান থেকে আসতেছে ঘটাং ঘটাং ঘটাং।

নেটে মেইল চেক করে ফেইসবুকে ঢুইকা বুঝলাম ঐখানেও করার কিছু নাই। দুপুরের আগে ESPBSTAR এ FCManager এ একটা টিম বানাইসি, আরো কিছু বানানো দরকার; এখন ইচ্ছা করতেছেনা। গত কিছুদিন অফিসে সিরিয়াস পেইনে ছিলাম, তার আগে ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলাম, একটা ক্লোজ ফ্রেন্ড USA চলে গেলো। নানা ঝামেলায় সামুতে ঠিকমতো আসা হয়নি। এখন ভাবলাম একটু ঘোরাঘুরি করি....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।