আমাদের কথা খুঁজে নিন

   

আঁকা হয় শিশিরের দিন

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

তারারা জেগেছে সারা রাত দুচোখে নেমেছে নীল ঘুম তোমাকে পেয়েছি বলে তাই সময় ছিল যে নিঝঝুম বাতাসে ওঠেনি তোলপাড় পাতারা বলেনি কথা তার যদিও আকাশে ছিল মেঘ ঝরেনি গলেনি সে আবেগ হাসিতে লুকোনো ছিল পাপ বাঁশীতে যেটুকু সংগীত পাতকী শ্রাবণ তবু চুপ জ্বলেনি জোনাক নিশ্চিত অঝোর ঝড়ের রাতে তাও স্বপনিত হাতটি বাড়াও মহুয়ায় ক্লান্ত চুমুক করে মন বিবশ বিমুখ অসুখে পিয়েছি নীল সুখ তবুতো জাগিনি রাতভর তবুতো ফোটেনি কিংশুক ভাঙেনি স্রোতের দ্বিধাঝড় জলেও লিখিনি কেউ নাম ভুলেও শুধিনি কেউ ঋণ ঘাসের পাতায় অবিরাম আঁকা হয় শিশিরের দিন 11 Aug 2009

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।