আমাদের কথা খুঁজে নিন

   

কেন যে দিলেনা দৃষ্টি

কবিতা লিখার সাহস করা হয়তো অনুচিত হয়েছে।

ভাবতে পারিনা আমার নয়নে দিলেনা কেন দৃষ্টি যে হৃদয়ে দিলে এতো ভালোবাসা ,যে হৃদয়ে দিলে হাসি তবুও কেন তুমি দৃষ্টি দিলেনা ? জল দিলে রাশি রাশি ! এ হৃদয় মোর আধারে ঘেরা নয়নে ঝরে বৃষ্টি। কেন যে দিলেনা দৃষ্টি । দেখতে পাইনা ,তাই বলে যারা করে রাখে মোরে ভিন্ন। সমাজে আছে ,চোখ দিয়ে যারা করে কাজ জঘন্য।

অন্তর চখে দেখেনাকো যারা , তারাও তোমার সৃষ্টি। ভাবতে পারিনা আমার নয়নে দিলেনা কেন দৃষ্টি। আমারো রয়েছে শক্তি সাহস , রয়েছে বিবেক বুদ্ধি। আমিও পারিযে করতে সমাজে অনেক কাজ বৃদ্ধি। ভাবতে পারিনা আমার নয়নে দিলেনা কেন দৃষ্টি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।