আমাদের কথা খুঁজে নিন

   

আজ এক ডিজিটাল গল্প বলবো



নিলয় একটা private firm এ চাকুরী করে। তার অফিস মতিঝিল এ। আর সে থাকে মিরপুরে তার ভাইয়ের সাথে। গতকাল সে অফিস থেকে একটু দেরিতে বের হল যদিও তার অফিস শেষ হয় ৫ টায়। কারন সে চিন্তা করল যদি সে এখন বের হয় তাহলে সে জ্যামে পরবে তাই একটু দেরি করে অফিস থেকে বের হবে।

সে অফিসে বসে facebook এ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ৭ টায় অফিস থেকে বের হল। বের হয়ে সে বাসে উঠল ৭ টা ১০ মিনিটে। আর বাসায় গিয়ে পৌছাল ৯টা ৩০ মিনিটে। এই বিশ্বের আর কোথাও এরকম জ্যাম আছে কিনা সন্দেহ। যেখানে শনিবারে তার অফিস থেকে যেতে সময় লাগে ৩০ মিনিট।

তার মনে এখন প্রশ্ন জেগেছে এ কোন দেশে সে বাস করে যার দিনের ৫ থেকে ৬ ঘন্টা তার বাসে বসে সময় কাটে। এটা কি ডিজিটাল বাংলাদেশ!!! সে কবে এর থে মুক্তি পাবে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।