আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ - ৫ (রাতের ক্যাফে ও ভালোবাসা)

h

সৌন্দর্য বেধে রাখার বস্তু নয়, তাই অলিক ও অপার সৌন্দর্যকে হয়তো ফটো ফ্রেমে বাধিয়ে রাখলে তার প্রকৃত মর্ম বোঝা যায় না। কিন্তু তবুও, ছবি-ই পারে সেই সৌন্দর্যকে সবার মাঝে বিলিয়ে দিতে। শুধু তাই নয়, ছবি-ই পারে একজনের মনের কথা বলতে, কারন তার তোলা ছবির মধ্যে হয়তো কিছু আকুতি থাকে, থাকে কিছু ব্যাকুলতা। আমার এক বান্ধবীর মতে, কারো ছবির স্টাইল থেকেই বোঝা যায় তার ব্যক্তিত্ব কতটুকু বিকশিত। আমার তোলা কিছু ছবি শেয়ার করলাম ... আবার ।

নৈসঙ্গের প্রহর ও আমার প্রিয় ক্যাফে। ভালোবাসা, সপ্ন, প্যারিস ও ক্যাফে। প্রেম ও প্রেমিকা ... নেসক্যাফে ... রাতের আলোয় কফিশপের পার্শ্বে। একাকী দূর সাগর পানে তাকিয়ে ... আলোর কাছে আঁধারের স্বীকারোক্তি। একটি বালিকার স্বীকারোক্তি ।

ভালোবাসার রূপ। বান্ধবী... ভালোবাসা... সত্যিই কি ভালোবাসা রংধনুর ন্যায় রঙ্গীন নাকি বেদনার ন্যায় নীল? নিস্তব্ধতার প্রান্তর... পাহারের চূড়োর রাজরানী। শুণ্যতা ... গ্রহণ জিমি হেন্ড্রিক্স! ছোট্ট সেই কফিশপটি... প্রাসাদ রক্ষী ভগ্ন হৃদয় ...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।