আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বুদ্ধির উদয় হোক বিএনপির

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই শাহবাগ নিয়ে বিএনপির দ্বিধাদ্বন্দ এখনও কাটে নি। ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে তারা এখনও রাজনৈতিক গণ্ডির মধ্যেই আছে। সংকীর্ণ রাজনৈতিক ধ্যানধারণার বাইরে এসে দেশটাকে কিছু দেয়ার এই তো সময়। রাজনীতি করার জন্য যৌক্তিক ইস্যু বিএনপির সামনে আরও আসবে কিন্তু শাহবাগ আন্দোলন তো আর আসবে না। তাই শাহবাগ নিয়ে রাজনীতি না করাটাকে মানুষ সাধুবাদ জানাবে।

বিএনপির শাহবাগ ভাবনা অনেকটা ঘোর লাগা। বিগত কয়েক দিনে তারা যে ধরনের বক্তব্য দিয়েছে তা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। কারাগার থেকে জামিন পেয়ে মির্জা সাহেব শাহবাগ নিয়ে ইতিবাচক কথা বললেও পরদিন তিনি ইউ টার্ন নিলেন। আমরা অবশ্য নিশ্চিত নই যে, তিনি ইচ্ছায় না অনিচ্ছায় ইউ টার্ন নিয়েছেন। বিএনপি নেতা হান্নান শাহ বললেন গোয়েন্দা সংস্থার ইন্ধনে এবং আওয়ামী লীগের মদদে আন্দোলন হচ্ছে।

পরদিন বিএনপি দলীয়ভাবে শাহবাগের সাথে একাত্নতা ঘোষণা করলেও তার সাথে কতগুলো অভিযোগ তুলতে ভুলেন নি। গতকাল তরিকুল ইসলাম শাহবাগ আন্দোলনকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন। এতসব ঘটনা বিশ্লেষণ করে এটা স্পষ্টত বলা যায় বিএনপি এখন একটা গ্যাড়াকলে পড়ে গেছে। তারা না পারছে শাহবাগ আন্দোলনকে নিজের বলে আপন করে নিতে! না পারছেন দুধ কলা দিয়ে পোষা জামাত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে! বিএনপির শুভ বুদ্ধির উদয় হোক এটাই সবার প্রত্যাশা। জয় শাহবাগ আন্দোলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।