আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের ভাগ্য খোলে জোড় সালে!

জোড় সালকে আওয়ামী লীগ ভাগ্যের বছর বলে মনে করে। এ কারণে ২০১৪ সালকেও তারা সাফল্যের ইঙ্গিতবাহী ইতিবাচক বছর হিসেবেই দেখছে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফলাফল করেছে। ১৯৮৬ সালের নির্বাচনেও তারা ভালো করেছিল। কিন্তু মিডিয়া ক্যু'র মাধ্যমে তৎকালীন সামরিক সরকার সে ফলাফল বদলে দিয়েছিল।

অন্যদিকে বিজোড় ১৯৭৯, ১৯৯১ ও ২০০১ সালে আওয়ামী লীগের জন্য ভালো ফলাফল ছিল না। এ কারণে তারা মনে করছে জোড় সাল এলেই নির্বাচনে ভালো ফল করে আওয়ামী লীগ। তবে এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এসব বক্তব্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষ তাদের সাফল্য বা ব্যর্থতার সঙ্গে এসব বিষয় যুক্ত করে কাল্পনিক স্বাচ্ছন্দ্য লাভ করে। তবে দেশের প্রখ্যাত জ্যোতিষ প্রফেসর হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জ্যোতিষ বিজ্ঞানে 'সংখ্যাতত্ত্ব' একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আর জোড় বা বিজোড় সংখ্যা মানুষের ভাগ্য পরিবর্তন করে বলেই আমি বিশ্বাসী। এর উদাহরণ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ও জন এফ কেনেডির জীবনে জোড় ও বিজোড় সংখ্যা একটি বড় বিষয় ছিল। লিংকন যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তখন ছিল ১৮৬০ সাল। অন্যদিকে কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে। দুজনেরই গুপ্ত ঘাতকের নাম ছিল যথাক্রমে 
john Wilkes both I lee herby Oswald যা তিন শব্দ ও ১৫ বর্ণবিশিষ্ট।

দুজনেরই সেক্রেটারির জন্মসাল ছিল ১৮০৮ ও ১৯০৮। এগুলো ইঙ্গিত করে যে জোড় ও বিজোড় সংখ্যা লিংকন ও কেনেডির জীবনে যথেষ্ট প্রভাব রেখেছিল। এর সূত্র ধরে বলা যায় যে, আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের জন্য হয়তো জোড় সংখ্যা একটি বিষয় হয়ে দাঁড়াবে। যদি ২০১৪ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে জোড় সাল হিসেবে পূর্ববর্তী জোড় সালগুলোর মতোই আওয়ামী লীগের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। প্রফেসর হাওলাদার আরও বলেন, যদিও ভাগ্য নিয়ন্ত্রণকর্তা তথা সৃষ্টিকর্তা ঠিক করেন যে, ভবিষ্যতে কি ঘটবে।

তবে অনেক ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেও আগাম তথ্য মিলে যায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের আগামী জোড় বছরে নির্বাচনে জয়লাভ করার বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.