আমাদের কথা খুঁজে নিন

   

উৎকণ্ঠায় বিশ্ববাসী, প্রস্তুত মার্কিন যুদú

সিরিয়ায় হামলার জন্য ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলো পুরোপুরি প্রস্তুত। তবে এই প্রস্তুতির মধ্যে সিরিয়া অভিযান নিয়ে এবার সুর নরম করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এতদিন যে কোনো মুহূর্তে হামলা চালানোর হুমকি-ধমকি দিচ্ছিলেন ওবামা। কিন্তু এরইমধ্যে এ হামলা বাস্তবায়নের অন্যতম বন্ধু ব্রিটেন পিছুটান দেয়। ইংলিশরা এ হামলার বিরোধিতা করে। আবার পরাশক্তি রাশিয়া সিরিয়ায় হামলা হলে পাল্টা হামলার হুমকি দেয়। ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এ অবস্থায় শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন তিনি সিরিয়ায় হামলা করবেন তবে কংগ্রেসের অনুমোদন পাওয়ার পর। আগামী ৯ সেপ্টেম্বর কংগ্রেস বসবে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখন থেকে সব সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো ভূমধ্যসাগরে অবস্থান করবে। এসব যুদ্ধজাহাজের মধ্যে পাঁচটি হচ্ছে গাইডেড মিসাইল সজ্জিত এবং একটি হচ্ছে উভচর শ্রেণীর পরিবহন জাহাজ। গাইডেড মিসাইল সজ্জিত জাহাজগুলো হলো, ইউএসএস স্টাউট, ইউএসএস গ্রাভেলি, ইউএসএস মাহান, ইউএসএস ব্যারি এবং ইউএসএস র?্যামেজের প্রত্যেকটিতে অন্তত তিন ডজন করে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি প্রেসিডেন্ট ওবামাকে জানিয়েছেন, যখনই খুশি তখনই হামলা করার অবস্থায় রয়েছে তার বাহিনী। এ ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই- আজ, কাল কিংবা এক মাস পরেও হামলা করা যাবে। মূলত সেনাপ্রধানের এ তথ্যের ভিত্তিতে শনিবার রোজ গার্ডেনের বক্তৃতায় ওবামা বলেছেন, তিনি যুদ্ধের নির্দেশ দিতে প্রস্তুত রয়েছেন তবে, কংগ্রেসের অনুমোদন নিয়ে। কংগ্রেসে বিলটি পাস করতে ওবামা প্রশাসন কাজ শুরু করেছে। সিরিয়া অভিযানের ব্যাপারে হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ও সিনেটের প্রেসিডেন্টের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছেন ওবামা।

হামলা প্রতিরোধের ক্ষমতা আছে : আসাদ : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন বহিরাগতদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার ক্ষমতা তার দেশের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার বিবৃতি দেওয়ার একদিন পর আসাদ গতকাল এই কথা বলেন। ইরানি একটি প্রতিনিধি দল গতকাল তার সঙ্গে দেখা করতে তিনি এই অভিমত ব্যক্ত করেন। 'এএফপি, বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.