আমাদের কথা খুঁজে নিন

   

..................আমি যা দেখেছি..................

তাঁর জন্যেই কাঁদো যে চোখের জলের মূল্য দিতে জানে অন্যথায় চোখের জলে সাগর বানিয়ে কোনো লাভ নেই। দেখেছি দিনের আলোকে ধীরে ধীরে আধারে বিলিন হতে, দেখেছি প্রজ্জল চাঁদকে অমাবস্যায় ঢেকে দিতে। দেখেছি মানুষের নিঃশব্দ বদলে যাওয়ার বেলা, দেখেছি এক মানুষের হাজারো রূপের খেলা। দেখেছি আগুনের ধ্বংস লীলা বিশ্বাসের ঘড়ে, দেখেছি জ্বলন্ত মনের কষ্ট অবিশ্বাসের তড়ে। দেখেছি ভালোবাসার নামে সুনিপুণ অভিনয়, দেখেছি অনূভুতিকে কিভাবে হত্যা করা হয়।

দেখেছি সরলতার অনৈতীক অপব্যবহার, দেখেছি অবুঝ ভালোবাসাকে বেদম প্রহার। দেখেছি স্বার্থ হাসিলের অসাধারন চক্রান্ত, দেখেছি মিথ্যা মোহকে বাঁচানোর নিঠুর সিদ্ধান্ত। দেখেছি মানুষকে স্ব ইচ্ছায় পণ্য হতে, দেখেছি নিজেকে বিলিয়ে তাতে ধন্য হতে। দেখেছি সাধারন ভুলের নির্মম শাস্তি, দেখেছি হাজার অপরাধের বেকুসুল মুক্তি। দেখেছি অবহেলিত মানুষের জীবন যাপন, দেখেছি অসহায় হৃদয়ের ছটফটানো কাপন।

দেখেছি ব্যথা ভরা জীবনের সান্ত্বনা হীন দিনপার দেখেছি ভাঙ্গা মনের অসহ্য আত্মচিৎকার, দেখেছি নিষ্ঠুরতার নির্মম পরিহাস, দেখেছি নিস্পাপ জীবনের ভয়াল সর্বনাশ। দেখেছি আর সয়েছি শুধু ভ্রষ্টাচার আর অবিচার, শুধু দেখেনি আমার প্রতি পৃথিবীর সুবিচার। (নিঃসঙ্গ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।