আমাদের কথা খুঁজে নিন

   

রং নাম্বার

মোবাইলে যে কত নাম্বার থেকে কল আসে সেটার কোনো ঠিক-ঠিকানা নেই। কাজের চেয়ে অকাজের কলই আসে বেশি। এটা চেক করে দেখতে চাইলে এখনই মোবাইলের ডায়াল এবং রিসিভ নাম্বারের লিস্টটা দেখতে পারেন। খুব ভালো হয় সঙ্গে একবার মিসকল লিস্টটা দেখলে। কাজের কথা কম বলার কারণ নিজেই খুঁজে দেখতে পারেন।

ব্যাপারটা এমন, কাজের কথা যত পারা যায় কম বলাই ভালো। খেয়াল করে দেখবেন, সবচেয়ে দরকারি কলগুলো আসে সবচেয়ে ব্যস্ত সময়ে। সারাদিন ঘোড়ার ঘাস কাটার জন্য সময় ব্যয় করেছেন, মোবাইল ঠাণ্ডা। যেই না বাসে চড়েছেন তখনই মোবাইলে গরম গরম কল। কেউ কেউ অবশ্য এ ধরনের কলেই সাড়া দেয় বেশি।

পুরো বাস মাতিয়ে রাখে নিজের ব্যক্তিগত কথাবার্তা দিয়ে। একটা নমুনা মোবাইলাপ।

: হ্যালো, জানু। দুপুরে খাইছ?

এছাড়াও কত কথা যে হয়...

থাক আর বললাম না। বাসজার্নিতে সহযাত্রীদের বিরক্ত ও বিনোদন দুটিই দেওয়া যায় এভাবে।

মোবাইলে আলাপ করার বিভিন্ন সারেগামা লেভেলের স্কেল আছে। কেউ কথা বলে ফিসফাঁস করে। এই স্কেলের লোকজন রাত-বিরাতে কথা বলতে অভ্যস্ত। কেউ এত উচ্চকণ্ঠে কথা বলে, মনে হবে গুলিস্তানে দাঁড়িয়ে মোবাইল ছাড়াই শেরপুরে কথা পাঠিয়ে দিচ্ছে।

কথা বলার রকমফের রয়েছে।

মোবাইলে সারাদিন কথা বলে এমন লোকদের বলা যায় মোবাইলখোর। এরা কয়েকটি নাম্বারে দিনরাত সবসময় কথা বলে। এদের স্টেমিনা সত্যিই অবাক করার মতো। টিনএজের কিছু ছেলেমেয়ে তাক লাগিয়ে দেওয়ার স্টেমিনা রাখে। 'কার সঙ্গে কথা বলিস রে'_ এই প্রশ্ন করতে করতে এদের বাবা-মা'র জান মোটামুটি কয়লা হয়ে যায়।

যাকে বলে তাদের স্টেমিনাই শেষ। সারাদিন এদের কান থাকে মোবাইলে। কানের কথা যখন এলোই তখন হেডফোনের কথাটা বাদ দেই কেন। কানে হেডফোনের তার ঝুলানো তরুণের সংখ্যা দিন দিন বাড়ছেই। হুট করে হেডফোন নজরে না এলে, পরম মমতায় কানে হেডফোনের তার জড়ানো লোকেরা প্রায়শই হাওয়ায় কথা বলছে বলে মনে হবে।

আপনি এদের সঙ্গে কথা বলবেন একটা, এরা উত্তর দেবে আরেকটা। ব্যাপারটায় রহস্য নেই। ব্যাপারটা হলো তার কানে হেডফোন।

মোবাইলে কথা বলার বিচিত্র অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। রং নাম্বার থেকে ফোন আসা, অসাধু জিনের বাদশার নাম ভাঙিয়ে ফোন আসা, লক্ষ-কোটি টাকা ভুয়া লটারি জেতার কল।

সবই লোক ঠকানো। মেয়েদের মোবাইলে রং নাম্বার থেকে ফোন আসার হার পুরো ফানের পর্যায়ে চলে গেছে। একটা প্রেমিক চক্র আছে, তারা প্রথমে রং নাম্বার বলে মেয়েদের মোবাইলে কল দেয়। দ্বিতীয়ত. ফোনে বলে আপনার গলার স্বরটা খুব সুন্দর। তৃতীয়ত. ফোনে বলে আপনার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করছে।

চতুর্থত. ফোনে বলে আপনাকে আমার ভালো লাগে। ব্লক খাওয়া বা সিম পাল্টে ফেলা অবধি এভাবে চলতে থাকে। অবশ্য এখন স্মার্ট ছেলেরাই এমন প্রেমিকা বন্ধুদের সাইজ করে ফেলছে। রং নাম্বার প্রেমিকার মোবাইলে এই ছেলেরা সারাদিন মিসকল মারে, যতক্ষণ না রং নাম্বারে মেয়েদের জ্বালাতন না থামায় আর কি!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।