আমাদের কথা খুঁজে নিন

   

এই মাইর মাইর না আরও মাইর আছে

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!

১. এক কালে আমি শিকারী ছিলাম, ছিলাম মস্ত বীর, বুনো পশু আর পাখি মারিতাম ছুড়িতাম ভাল তীর। রাত কি আধাঁর, বন কি বাদার,আমার দর্পে আগে, একঘাটে জল খাইতে আসিত পশু - পাখি - মোষ - বাঘে। সেই দিনগুলি বড় ভাল ছিল, আমি আজ ভাবিতেছি, শুধু বৌয়ের মারের ভয়ে আজ আমি পালাইয়া বেড়াইতেছি। ২. দুষ্টু লক্ষী কুলসুম বিবি, এত কেন চলে তোমার হাত, চড় কিল ঘুসি খেয়ে পরে আর ঘুম যে আসে না সারাটি রাত! ভুল হয়ে গেলে মাফ করে দিও,তবু মেরো নাকো আর, মটমট করে ভেঙ্গে যেন যায় শরীরের সব হাড় ! শ্বশুর বাড়িতে থাকলেই বুঝি বৌয়েরা এমন মারে ? বাপের বাড়িতে চলে যাব আমি, উঠে কাল খুব ভোরে!! ৩. কত টাকার যে টিকেট কেটেছি, গিয়েছি কত না হলে, তোমার বুকেতে ভালবাসা যদি জন্মায় এই ছলে। বুঝিয়ে দিয়েছি ডায়লগ আর করিয়েছি ভূড়িভোজ, সুযোগ পেলেই বাংলা ছবির শ্রাদ্ধ করেছি রোজ। আবেগের সিন দেখনি, দেখেছ নায়ক বাবার পেশি- কেমন করে সে মেরেছে নায়ক ভিলেনের পেটে ঘুসি। ছবি দেখে যা যা শিখেছ কুংফু, হয়েছ আমার যম, তাই কর তুমি আমার শরীরে প্রাকটিশ হরদম !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।