আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের ১ম - ডিমমম১২ সম্মেলন

আমার আগের হেডিং টা সরাই দিছি

অতঃপর জানানো যাইতেছে যে: জনাব ডিমালা ও জনাবা মমম১২ নিম্মবর্তি বাংলা নিয়মে সম্মত হইয়াছেন নিয়ম ১: এখন হইতে ই-কার (ি) ও ঈ-কার (ী) এ তফাত ধরা হইবে না নিয়ম ২: এখন হইতে উ-কার (ু) ও ঊ-কার (ূ) এ তফাত ধরা হইবে না নিয়ম ৩: চনদরবিনদুর এর ব্যবাহার পরিত্যাজ্য। নিয়ম ৪ (অপশনাল): সবাইকে আপনি বলে সম্বোধন করা বানছনিয় (ছোটো বড় সবাইকে) নিয়ম ৫(অপশনাল): ব-ফলার ব্যবহার পরিত্যাজ্য। (যেমন সাগতম হবে স্বাগতম এর বদলে) তো এই নিয়মগুলি মানিয়া চলিলে আপনাদের জিবন সহজ হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।