আমাদের কথা খুঁজে নিন

   

মন বসে না পড়ার টেবিলে!!

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।
আমাদের পরীক্ষা চলছে। পরীক্ষা শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই এই ছবিটা আমার ফেইসবুক প্রোফাইল ছবি হিসেবে ঝুলাই রাখলাম!! সেখান থেকেই জানতে পারলাম, শুধু আমি না, আরো অনেকেই আছেন, যাদের মন বসে না পড়ার টেবিলে!!! কাজেই যাদের মন বসছে না/ যারা বসাতে চাইছেন না/ যাদের বসানো প্রয়োজন নেই.. তাদের সকলের জন্যই এই ছবিটা দিয়ে পোস্ট!!! বি.দ্র: এইটা একটা ফাঁকিবাজি পোস্ট। কাঁকনদি'র কাছে আন্তরিকভাবে দু:খিত। নিজের লেখা নতুন কোন পোস্ট নাই। সব আবজাব লেখা!! নতুন একটা গল্প মাথায় ঘুরছে, কিন্তু লিখতে ইচ্ছে করছে না। তাই কয়েকদিন যাবৎ একটা লুকোচুরি খেলা!! প্রতিদিনই ব্লগে আসি, আর অফলাইনে লেখা পড়ি, কিন্তু মন্তব্যানো আর হয় না!! এমন আইলসা হইছি, নিজের পোস্টের মন্তব্যেরই প্রত্যুত্তরও দেওয়া হচ্ছে না!!! বহুত আজাইরা কথা হইছে!! তার চাইতে আসেন কয়েকটা গান শুনি.. মন নিয়াই যেহেতু, এত কথা-বার্তা.. কাজেই মন নিয়েই কয়েকটা গান হোক.. মন কি যে চায় বল!! ওরে আমার পাগল মন!!! এইবার একটা ভিড্যু!! পাগল মন, মনরে, মন কেন এত কথা বলে?? এইবার একটা ভাবের গান!! ভাব ছাড়া আর কি আছে দুনিয়ায়!! ব্যোম ভোলা!!!! করিমনা কাম ছাড়ে না।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।