আমাদের কথা খুঁজে নিন

   

ইউ কে ভিসা-১: আই এল টি এস

oracle.samu@googlemail.com

মাষ্টার্সে পড়ার ফাকে হটাত্ একটা চান্স পাইলাম, মাষ্টার্সের থিসিসটা ইউরোপের কোন ইউনিভার্সিটিতে করার জন্য স্কলার্শিপ দেবার খবর শুনে। আন্দাজে ঢিল ছুরলাম আর কপাল এতই ভাল যে নিজের ইউনিভার্সিটি কোটায় প্রাথমিক তালিকায় নামটা ও চলে আসল। বাধা একটাই আই এল টি এস -এ ৬ পাইতে হবে কিন্তু সময় মাত্র ২ সপ্তাহ। আমার ইংরেজির যা দৌড় তাতে আই এল টি এস -এ ৬ আর অলিম্পিক এ গোল্ড মেডেল পাওয়া সমান কথা। সমস্যা হলো রিডিং এন্ড রাইটিং প্রচুর বানান ভূল হয় আর ১ ঘন্টায় ৩ খান পেসেজ পড়ে তার উত্তর লেখা আমার কম্য না।

সুবিধা একটাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া এবং মাল্টিনেশনাল সফটওয়ার কম্পানিতে চাকরি করার সুবাদে স্মিকিং এন্ড লিসিনিং টা চলনসই। সুতরাং নিলখেতে গিয়া বই কিনলাম এবং অফিস থেকে ৫ দিনের ছুটি নিয়া পড়তে বইসাগেলাম ........... পরিক্ষার দিন সেন্টারে গিয়ে ত মাথা খারাপ পোলা-মাইয়াদের সংখ্যা দেখে তো ভিমরি খারার যোগার ............সবাই কে কোথা থেকে কোচিং করেছে তার খোজখবর চলছে .......আর আমি ভাবছি ...আমার কী হবে .....সম্ভাবনা শূন্য । পরিক্ষা যা এক্ষান দিলাম না .........কী আর বলতে রিডিং.....রাইটিং জঘন্য .....লিসিনিং টা যা একটু মন মত হইল আরকি। স্পিকিং টা আমার বরানরই ভাল (আমি তাই মনে করি আর কি ) কেউ কিছু বুঝুক না বুঝুক . ননস্টপ চলছে গাড়ি যাত্রাবারি ....সুতরাং স্পিকিং টা বিন্দাস দিয়া দিলাম ..........। আজ রেজাল্ট দেখেত চোখ কপালে ...দেখেন কী কান্ড হইছে Listening 6 Reading 5.5 Writing 5.5 Speaking 6.5 Overall Band 6 হায় ! হায় ! আই এল টি এস -এ ৬ পাইয়াই গেলাম .......ছুটির ঐ ৫ দিনে কী করছি জানেন রাত জেগে বাংলাদেশের খেলা দেখেছি যা করনীয়: ১।

আই এল টি এস দেওয়া আর ইংলিস জানা এক ব্যাপার না। দ্রুত পরা ও উত্তর দেওয়ার টেকনিকগুলো শিখুন। ২। প্রচুর ইংরেজী মুভি / টিভি চেনেল দেখুন ৩। বই কিনে বাসায় প্রেকটিস করুন ৪।

একা একা না দিয়ে ২-৩ জন এক গ্রুপে প্রস্তুতি নিন, কথা বলার সময় ইংরেজীতে বলুন ৫। আপনি ১০-১৫ বছরে ইংরেজীর যে স্কিল অর্যন করেছেন তা ৩-৬ মাসের কোচিং এ বদলে ফেলা সম্ভব নয়। কোচিং এর পেছনে না ছুটে বরং সেখান থেকে টেকনিক শিখুন ও মোক টেস্ট দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।