আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক কবির রোমান্টিক মৃত্যু

আ মা র আ মি

রবীন্দ্রনাথ আর রোমান্টিকতা যেন সমার্থক শব্দ। আমি সব লেখক- কবির সব লেখা পড়ে ফেলেছি বিষয়টা তেমন না। কিন্তু যতটুকু বুঝি, রবীন্দ্রনাথের কথা মনে হলেই আগে রোমান্টিকতাটাই মাথায় আসে। আজ ২২ শ্রাবন, সে রোমান্টিক কবির মৃত্যুদিন। কবির এই মৃত্যুদিনটাকেও আমার তার মতই রোমান্টিক মনেহয়।

বর্ষাকালটাই একটা দারুন সময়। রোমান্টিকতা এ সময়ে সবচেয়ে বেশি। আষাঢ় শ্রাবন দু'মাস জুড়ে বর্ষা থাকলেও আষাঢ়ের বৃষ্টিতে কেন যেন তিব্রতাটা অনেক বেশি, সে বর্ষাটাকে অতটা রোমান্টিক লাগে না। আর শ্রাবন যেন মৃদু বৃষ্টির হালকা হাওয়ায় উড়ে আসা জলের ছোঁয়া। আর তারিখটা ২২।

দুইটা ২। একজোড়া ২। এমন জোড়াকে যদি রোমান্টিক না বলি, তবে বলবো কাকে? আহারে আমার মৃত্যুটাও যদি এমন এক রোমান্টিক মৃত্যু হতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।