আমাদের কথা খুঁজে নিন

   

Mozilla Firefox এর কয়েকটি কিবোর্ড শর্টকাট



Mozilla Firefox ব্যবহারকারীদের জন্য কিছু কিবোর্ড শর্টকাট, যা Mozilla Firefox এর ব্যবহার আরো সহজ করে দিতে পারে। ১. Full Screen দেখার জন্য বা Mozilla Firefox এর উইন্ডো এরিয়া বড় করে দেখার জন্য F11 চাপুন। পূর্বের অবস্থায় ফেরত আসার জন্য পুনরায় F11 চাপুন। ২. কখনো কখনো আমাদের কোন পেজের এর নির্দিষ্ট কোন শব্দ খোঁজার দরকার হয়। সে জন্য Ctrl+F চেপে শব্দ খুজতে পারেন।

৩. পূর্বের পেজে বা ব্যাক এ যাওয়ার জন্য Backspace চাপুন। ৪. Ctrl+W চেপে সহজে বন্ধ করুন Mozilla Firefox ৫. Web History দেখার জন্য Ctrl+H চাপুন। ৬. Ctrl+D চেপে বর্তমান “URL” কে Bookmarks এ যোগ করুন। ৭. মাউসের পরিবর্তে কিবোর্ড থেকে এ্যারো কি চেপে ওয়েবপেজ স্ক্রল করা যায়। ৮. Page Up এবং Page Down কি চেপে ওয়েবপেজকে এক পেজ করে স্ক্রল করা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।