আমাদের কথা খুঁজে নিন

   

এটা কোন সিস্টেম ???

কৌতুহল

আমি ইন্টারনেট ব্রাউজ করার জন্য গ্রামীন এর সিমকার্ড ব্যবহার করি। আমার প্রিপেইড একটি সিম আমি পি-২ প্যাকেজ এ রূপান্তর করি। গত ২৭-০৭-২০০৯ ইং তারিখে দেখি গ্রামীণ থেকে আমার সিমে একটি মেসেজ দিছে। বিষয় হচ্ছে গ্রামীণ প্রিপেইড সকল সিমের পি-২ প্যাকেজ আগামী ০১-০৮-২০০৯ ইং তারিখ হতে বন্ধ করে দিচ্ছে। তারপর থেকে পি-৫ ও পি-৬ প্যাকেজ রয়েছে প্রিপেইড গ্রাহকদের জন্য।

এই বিষয়টি পরিষ্কার জানার জন্য আমি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে ফোন দিই। তারা বলে যে, পি-৫ এর প্যাকেজ হল ১ জিবি। এবং পি-৬ এর প্যাকেজ ৩ জিবি মাসে ৮০৫ টাকা। প্রিপেইড এর আনলিমিটেড মাসে ১০০০ টাকার প্যাকেজ উঠাইয়া দিছে। আগামী মাস থেকে গ্রামীনের পি-২ প্যাকেজও উঠাইয়া দিবে এমন একটি আভাস পাইলাম কাস্টমার কেয়ার থেকে।

সুতরাং গ্রামীনের কোন প্যাকেজই আর আনলিমিটেড থাকবে না। আমি এর কারণ জানতে চাইলে কাস্টমার কেয়ার থেকে বলে যে, আনলিমিটেড বলে লোকজন মুভি ডাউনলোড দিচ্ছে। এজন্য সার্ভারে চাপ পড়ছে। সাভির্সের মান খারাপ হচ্ছে। আমি বললাম মাসে ১০০০ টাকা দিয়ে আমরা নেট ব্রাউজ করি।

মুভি ডাউনলোড দিব কি দিব না তা কি গ্রাণীন ফোনের কাছ থেকে শুনে নিতে হবে। আপনি যদি কোন কিছু ডাউনলোড বা ব্রাউজ নাও করেন তবুও আপনার ইন্টারনেট কানেকশন স্টাটাস থেকে দেখতে পাবেন শুধু নেটের লাইন চালু থাকলেও ডাউনলোড বা আপলোড হচ্ছে। আমি গত ১ দিনে ৫০০ মেগাবাইট ব্রাউজ করেছি। এমন হলে ১০ দিনে ৩ জিবি ফুরায়ে যাবে। তখন কি করা যাবে তাই নিয়ে আমি খুব চিন্তিত।

আমার মত প্রিপেইড সিমকে পি-২ করে কেউ ইন্টারনেট ব্রাউজ করছেন কি ? তাহলে আপনার সিমের ইনবক্স চেক করুন এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায় খুজুন। বিঃ দ্রঃ এটা যারা ব্রডব্যান্ড ইন্টারন্টে ব্যবহার করেন তাদের কোন সমস্যা নাই। শুধু যারা মডেমের মাধ্যমে ব্রাউজ করেন তাদের সমস্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।