আমাদের কথা খুঁজে নিন

   

তপন বাগচীর ছড়া : কবি গুরুকে স্মরণ করি

কবিতা ও যোগাযোগ

আজ কবিগুরুর প্রয়াণদিবস। গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি। আর তাঁর স্মরণে লেখা আমার ছড়াটিও এখানে নিবেদন করি_ ত প ন বা গ চী রবি ঠাকুর বাঙালি আজ বিশ্বসভায় মর্যাদা পায় বড় বিশ্বগ্রামের মাঝখানে সে তুলতে পারে ঘরও। আজ বাঙালি গর্ব করে ফোলায় বুকের ছাতি অনাদি সেই কালের ধারায় নন্দিত এক জাতি। গরিব হলেও অভাব তো নেই বাঙালিদের মনে কারণ_ রবি ঠাকুর আছেন সকল ঘরের কোণে। ছড়াটি আজ দৈনিক সমকালে ছাপা হয়েছে। ক্লিক করলেই দেখতে পাবেন_ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।