আমাদের কথা খুঁজে নিন

   

DNA - টেষ্ট। হোক বিনামূল্যে।

আমার ফ্যাক্টরি
ক্রোমোজমের একটি প্রধান উপাদান হচ্ছে DNA । যেহেতু প্রতিটি জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং ক্রোমোজম ছাড়া কোন জীবকোষের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেহেতু একথা নির্দ্বিধায় বলা যায় যে জীবজগতে DNA - এর অবস্থান সর্বব্যপি। অর্থাৎ প্রতিটি জীবেই DNA বিদ্যমান। আসুন জেনে নিই DNA - এর কাজ কিঃ ১. DNA বংশগতি ধারার বাহক হিসেবে কাজ করে। ২. DNA বংশগতির সব রকমের জৈবিক সংকেত ধারন করে।

৩. কোন জীবের সকল কোষে যে কোন ধরনের জৈবিক সংকেত প্রেরণের দায়িত্ব পালন করে DNA। ৪. কোষের বিভাজনের সময় DNA প্রতিরুপ সৃষ্টি করে। ৫. DNA অণুর প্রতিরুপ সৃষ্টির ক্ষমতার জন্যই কোন জীবের জাতিসত্ত্বা অটুট থাকে। ৬. DNA কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রোটিন সংশ্লেষণ করে। এত কথা DNA নিয়ে কেন.? কারণ আদালতে পিতৃত্ব নির্ধারণ বিষয়ে চ্যালেঞ্জ হওয়ার ক্ষেত্রে DNA টেষ্ট প্রয়োজন হয়।

এতে ধর্ষণকারী ও সন্তানের বাবা কে তা বুঝা যায় বা সনাক্ত করা যায়। একজন ব্যক্তিকে DNA টেষ্ট করাতে হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের DNA প্রোফাইলিং ল্যাবরেটরিতে যেতে হবে। এর জন্য খরচ বাবদ ব্যয় হয় জনপ্রতি ৫০০০/- (টাকা)। আমরা যদি তিনজনের (সন্তান, মা এবং অভিযুক্ত ব্যক্তি) খরচ ধরি তবে দাড়ায় ১৫০০০/- (টাকা)। বেশীরভাগ মামলায় এক্ষেত্রে গরিব বা অর্থকষ্টে ভোগে এরকম লোকজন জড়িত থাকে।

আবার অনেক ক্ষেত্রে যে ব্যক্তি দোষী নয় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ খরচটা বহন করতে এদের অনেক কষ্ট পোহাতে হয়। তাই সরকারের কাছে বা কোন আন্তর্জাতিক অথবা কোন দেশীয় সংস্থার কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন। করে দিন DNA টেষ্ট বিনামুল্যে। ফ্রি হোক DNA টেষ্ট সবার জন্য।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।