আমাদের কথা খুঁজে নিন

   

এই বর্ষায় রিমঝিম সুরে আড্ডা হবে কক্সবাজারে

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রোজার আগে একবার ঢাকার বাহিরে বেড়ানোটা অনেকদিনের অভ্যাস। এবার রমজানের আগের সপ্তাহে জন্মাষ্টমির ছুটি সহ ১২,১৩,১৪ তারিখ মোট ৩ দিন ছুটি পাওয়া গেছে। ভেবেছিলাম সবাই মিলে কক্সবাজার যাব। আমরা দলের সবাই ভবঘুরে টাইপের তাই আগে থেকে টিকিট কেটে নির্দিষ্ট সময়ে বাসস্টান্ডে হাজির হওয়াটি খুবই কস্টের। আমাদের স্বভাব হচ্ছে যখন খুশি বাসস্টান্ডে হাজির হব দেখে যে বাস ভালো লাগবে সেটিতেই চড়ে বসব।

আমার অফিসের এক কলিগও কক্সবাজারে যাবার প্লান করছে। উনি আবার খুব নিয়ম-শৃংখলায় আবদ্ধ লোক। ১২ তারিখ রাতের বাসের টিকিট ও ১২,১৩,১৪ তারিখের হোটেলেট বুকিং উনি এখনি করে রাখছেন। কিন্তূ টিকিট বুকিং করতে যেয়ে দেখা যাচ্ছে যে কোন এসি বাসেরই টিকিট নেই। হোটেল চেক করতে গিয়ে দেখি বেশীরভাগ ভালো হোটেলে রুম খালি নেই।

সব শুনে তো আমার আক্কেল গুরুম । আমাদেরতো টিকিট বা হোটেল কিছুই বুকিং করা নেই। তা যাই হোক একবার যখন যাব বলে ঠিক করেছি পিছিয়ে আসার আর পথ নেই। বাসের ছাদে করে হলেও যাব তবে হোটেল না পেলে কোথায় থাকবে তা এখনো ভাবিনি। কারন এই বর্ষায় রিমঝিম সুরে আড্ডা হবে কক্সবাজারে!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।