আমাদের কথা খুঁজে নিন

   

এক নদী বয়ে যায়, অন্য নদী ভিতরে নিরব



কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন সরদার রাজ্জাক সংবর্ধিত ও পঞ্চানন রায়ের একক গান এক নদী বয়ে যায়, অন্য নদী ভিতরে নিরব, কার জন্যে কোন নদী, কার খেয়া কোন ঘাটে বাঁধা জানাই হলো না আজো... এমন আকুতি ঝরে পড়ে বক্তা, সংবর্ধিত ব্যাক্তি আর উপস্থিত দর্শক শ্রোতার মাঝেও। কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমী আয়োজন করে প্রবীন শিল্পীর সংবর্ধনা ও প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পীর একক সংগীতানুষ্ঠান `নব আনন্দে জাগো'। শনিবার শিল্পকলার হল রুমে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় কুড়িগ্রামের প্রবীন নাট্য ব্যক্তিত্ব সরদার রাজ্জাককে। পরে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে এই সময়ের প্রতিশ্রুতিশীল শিল্পী পঞ্চানন রায়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কাশেম সরকার। সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীরের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবব্রত বকসী বুলবুল। বক্তারা বলেন, সম্মানিত মানুষদের সম্মান জানিয়ে আসলে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। এছাড়াও তাদের সম্মান জানানোর এই অনুষ্ঠানের মাধ্যমে অনুজরা জানতে পারবে তাদের অগ্রজগণ কেমন করে কি ভাবে কি কাজ করেছিলেন।

উল্লেখ্য, সরদার আব্দুর রাজ্জাক গতানুগতিক নাট্যধারার বাইরে এসে কুড়িগ্রামের মতো মফস্বল শহরে আধুনিক ও উত্তর আধুনিক নাট্যচর্চার পথ দেখিয়েছেন। স্কুল জীবন থেকেই নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন দৈনিক, সাময়িকীতে লিখে চলেন গল্প, কবিতা, প্রবন্ধ। এছাড়াও বর্তমানে জাতীয় দৈনিকগুলোতে সমকালীন ও রাজনৈতিক বিষায়দি নিয়ে প্রবন্ধ-নিবন্ধ লেখেন নিয়মিত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সরদার রাজ্জাক বলেন, লিখে যেতে চাই আমৃত্যু। কলম যেন কখনই ঝরে না পড়ে তাঁর হাত থেকে।

২য় পর্বে বিশিষ্ট সংগীত শিল্পী জেলা শিল্পকলা একাডেমীর সদস্য অনন্ত কুমার দেবের উপস্থাপনায় বর্তমান সময়ের আলোচিত বাউল ও ভাওয়াইয়া শিল্পী পঞ্চানন রায়ের উদাস সুরেলা কন্ঠের গান শুনে দর্শক-স্রোতা ও শুধী মহল বিমোহিত হয়। পঞ্চানন রায় শ্যামা সঙ্গীত, কীর্ত্তন, লালন, বাউল, পল্লীগীতি, ভাওয়াইয়া ও গণসঙ্গীতসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।